Advertisement
২৪ অক্টোবর ২০২৪
LPG Gas

সেপ্টেম্বর থেকে এক ধাক্কায় অনেকটাই দাম বাড়ছে বাণিজ্যিক গ্যাসের! কলকাতায় কত?

মূলত হোটেল, রেস্তরাঁয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। তবে গৃহস্থ রান্নাঘরে যে ১৪.২ কেজির সিলিন্ডার ব্যবহার করেন, সেগুলির দামে কোনও হেরফের ঘটছে না।

Commercial gas cylinder price hike from 1st September

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৪ ২১:৫৮
Share: Save:

সেপ্টেম্বরের গোড়া থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে। খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দেশের সর্বত্রই সিলিন্ডারপিছু ৩৮ টাকা করে দাম বাড়ছে। রবিবার থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।

মূলত হোটেল, রেস্তরাঁয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। তবে গৃহস্থ রান্নাঘরে যে ১৪.২ কেজির সিলিন্ডার ব্যবহার করেন, সেগুলির দামে কোনও হেরফের ঘটছে না।

অগস্ট মাসেও কিছুটা দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাসে। অগস্ট মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম বেড়েছিল সাড়ে আট টাকা। দাম বেড়ে বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছিল সিলিন্ডারপিছু ১,৭৬৪ টাকা ৫০ পয়সা। সেপ্টেম্বর মাসে আবার ৩৮ টাকা দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বৃদ্ধির পরে কলকাতায় একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে ১,৮০২ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থ রান্নাঘরে যে সিলিন্ডার ব্যবহার করা হয়, তার দাম বাড়ছে না। সিলিন্ডারপিছু দাম ৮২৯ টাকাই থাকছে।

অন্য বিষয়গুলি:

LPG Gas LPG cylinder LPG Price Hike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE