একটি ধর্মীয় অনুষ্ঠানের পদযাত্রায় কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা খাড়সের কন্যা-সহ বেশ কয়েক জন তরুণীকে হেনস্থার অভিযোগ উঠল সাত যুবকের বিরুদ্ধে। সম্প্রতি পুণেয় বাস ডিপোর মধ্যে এক মহিলাকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্যের পরিস্থিতি। এ দিন মহারাষ্ট্রের জলগাঁও জেলার কোঠালি গ্রামে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর কন্যার হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসতেই ফের প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের নারী নিরাপত্তা। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস যদিও বলেছেন, ‘একটি দলের কিছু সদস্য এই কাণ্ড ঘটিয়েছে... এমন ঘটনা ক্ষমার অযোগ্য। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে’।
শিবরাত্রি উপলক্ষে প্রতি বছর জলগাঁওয়ে পদযাত্রার আয়োজন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা খাড়সে রবিবার তাঁর অভিযোগে জানিয়েছেন, গত শুক্রবারের পদযাত্রায় তাঁর কন্যার উদ্দেশে কটূক্তি করে এক দল যুবক। তাঁর কন্যারসঙ্গে থাকা বাকি তরুণীদের উদ্দেশেও কটূক্তি করে তারা। প্রতিবাদ করার চেষ্টা করলে অন্তত ত্রিশ-চল্লিশ জন যুবক ওই যুবতীদের পিছু নেয়, নিরাপত্তা কর্মীদের ধাক্কা দেয় বলে অভিযোগ। ক্রমে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ঘটনাকে কেন্দ্র করে। রবিবার মন্ত্রী গুজরাত থেকে নিজের বাড়ি ফিরলে তাঁর কন্যা এ কথা জানান। এ-ও বলেন, গত ২৪ ফেব্রুয়ারিও ওই যুবকের দল তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিল অন্য একটি অনুষ্ঠানে। এর পরেই এ দিন রক্ষা ওই সাত যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মুক্তাইনগর থানায়। ইতিমধ্যে এক জনকে গ্রেফতারও করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।
তবে এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে পড়েছে বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে নারী নিরাপত্তা। ঘটনাটি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। জনসমাবেশে যাতে নারী নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা থাকে, সে বিষয়ে দাবি জানিয়েছেন তাঁরা। মহারাষ্ট্রের এক প্রাক্তন মন্ত্রী একনাথ খাসড়ে এ দিন বলেন, ‘ওই যুবকদের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করা হয়েছিল।... মহারাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বেড়েছে। আমি এ নিয়ে ডিএসপি এবং আইজির সঙ্গে কথা বলেছি। তবে তখনও থানায় আমাদের দু’ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। পুলিশকেও ওই যুবকরা মারধর করেছে। ভাবুন কোন পর্যায় যেতে পারে এরা।’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)