Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Supreme Court

‘অবৈধ’ বলেছিল সুপ্রিম কোর্ট, ইডি প্রধান পদে আবারও সেই সঞ্জয়ের মেয়াদবৃদ্ধি চাইল কেন্দ্র

ইডির ডিরেক্টর পদে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদবৃদ্ধি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। বৃহস্পতিবার দুপুর সাড়়ে ৩টেয় সুপ্রিম কোর্ট কেন্দ্রের আর্জি শুনতে রাজি হয়েছে।

Centre goes to Supreme Court seeking extension for Enforcement Directorate chief Sanjay Mishra

ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১২:৪৩
Share: Save:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির প্রধান হিসাবে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদবৃদ্ধির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। বুধবার কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই আবেদন জানান। কেন্দ্রের তরফে শীর্ষ আদালতকে শুক্রবারের মধ্যে বিষয়টি শোনার আর্জি জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার দুপুর সাড়়ে ৩টেয় সুপ্রিম কোর্ট কেন্দ্রের আর্জি শুনতে রাজি হয়েছে। এর আগে ইডির ডিরেক্টর পদে সঞ্জয়ের তৃতীয় বার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশকে ‘অবৈধ’ বলেছিল শীর্ষ আদালত। তবে একই সঙ্গে আদালত জানিয়েছিল, ৩১ জুলাই পর্যন্ত ওই পদে বহাল থাকতে পারবেন সঞ্জয়। অর্থাৎ, আগামী সোমবার কার্যকাল শেষ হওয়ার কথা তাঁর।

ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার সঞ্জয়কুমার মিশ্রকে ২০১৮ সালে প্রথম বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছিল। সে বার দু’বছরের জন্য তাঁকে ওই দায়িত্ব দিয়েছিল কেন্দ্র। এর পর ২০২০ সালে তাঁর মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়। সেই নির্দেশ কার্যকর করার জন্য ২০১৮ সালের নিয়োগের পুরনো নির্দেশিকা সংশোধন করে ওই দু’বছরের নিয়োগকে তিন বছর করা হয়েছিল।

ইডির ডিরেক্টর হিসাবে পর পর তিন বার সঞ্জয়ের মেয়াদ বৃদ্ধি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। যদিও শীর্ষ আদালতে শুনানির সময় কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল আর্থিক দুর্নীতির বহু গুরুত্বপূর্ণ মামলার তদন্তে রয়েছে ইডি। ফলে সে সব তদন্তের স্বার্থেই ডিরেক্টর হিসাবে সঞ্জয়ের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে ২০২১ সালে সেপ্টেম্বরে মামলাগুলির শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল, ওই তদন্তগুলির স্বার্থে অবসরের পরেও সঞ্জয়ের কার্যকালের মেয়াদ কিছু সময়ের জন্য বৃদ্ধি করা যেতে পারে। তবে তার পর মেয়াদ বৃদ্ধি করা যাবে না।

ঘটনাচক্রে, ২০২১ সালের নভেম্বরে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন আইন এবং দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইনে সংশোধন করে কেন্দ্রীয় সরকার। সংশোধিত বিধিতে বলা হয়েছিল, সরকার চাইলে সিবিআই প্রধান এবং ইডি ডিরেক্টরের কার্যকালের মেয়াদ তিন বছরের জন্য বৃদ্ধি করতে পারে। সংশোধিত বিধির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা, জয়া ঠাকুর, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কেন্দ্রীয় সরকারের তরফে শীর্ষ আদালতে সওয়াল করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। গত মে মাসে শুনানিতে তাঁর যুক্তি ছিল, ‘‘এই আধিকারিক (সঞ্জয়কুমার মিশ্র) কোনও রাজ্যের ডিজিপি নন। ইনি এমন এক আধিকারিক, যিনি রাষ্ট্রপুঞ্জের মতো একটি সংস্থার প্রতিনিধিত্ব করছেন। এতে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয়।’’

শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকারের তরফের আইনজীবী আরও বলেছিলেন, ‘‘আর্থিক তছরুপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন তিনি (সঞ্জয়)। রাষ্ট্রের স্বার্থেই তাঁকে প্রয়োজন। তবে ২০২৩ সালের নভেম্বরের পর থেকে তিনি এ পদে থাকবেন না।’’ এর আগে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, ২০২১ সালের রায়ে স্পষ্ট ভাবেই বলা হয়েছিল যে, ইডির ডিরেক্টর হিসাবে অবসরের পরেও কোনও আধিকারিকের মেয়াদ বৃদ্ধি করা হলে তা সংক্ষিপ্ত সময়ের জন্য হবে। সে সময় স্পষ্ট ভাবেই জানানো হয়েছিল, সঞ্জয়কুমারের কার্যকালের মেয়াদ আর বৃদ্ধি করা যাবে না।

অন্য বিষয়গুলি:

Supreme Court ED Chief Sanjay Mishra Solicitor General Of India Tushar Mehta ED
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy