ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের বাড়িতে সিবিআই হানা। মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি-সহ একাধিক মামলায় তাঁর নাম জড়িয়েছে। তবে বুধবার কোন মামলার তদন্তে তাঁর বাড়িতেই হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলাতেই এই তল্লাশি। শুধু বঘেলের বাড়ি নয়, ছত্তীসগঢ়ের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সিবিআইয়ের দল বঘেলের রায়পুর এবং ভিলাইয়ের বাড়িতে পৌঁছেছে। পাশাপাশি, তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে তারা।
উল্লেখ্য, বঘেলের বাড়িতে সিবিআই হানা উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ কংগ্রেসের। বুধবারই তাঁর দিল্লি উড়ে যাওয়ার কথা। কংগ্রেসের আসন্ন সভার জন্য দিল্লিতে একটি খসড়া কমিটির বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। অভিযোগ, তার আগেই সিবিআই বঘেলের বাড়ি পৌঁছোল। তাঁকে আটকাতেই এই পদক্ষেপ বলেও অভিযোগ।
আরও পড়ুন:
শুধু সিবিআই নয়, সম্প্রতি মদ কেলেঙ্কারি মামলায় ইডিও তদন্তের গতি বাড়িয়েছে। চলতি মাসের ১০ তারিখ বঘেলের বাড়িতে হানা দিয়েছিল ইডির দল। শুধু বঘেল নন, তাঁর পুত্র চৈতন্যের বাড়িতেও গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। একই সঙ্গে দুর্গ জেলার ১৪টি জায়গায় হানা দিয়েছিলেন তাঁরা। বঘেলের বাড়ি থেকে ৩৩ লক্ষ টাকা পায় ইডির দল। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, কৃষিকাজ, দুগ্ধজাত পণ্য এবং পারিবারিক সঞ্চয় থেকে তাঁর আয়ের অর্থই ছিল বাড়িতে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার সিবিআই গেল বঘেলের বাড়িতে।