Advertisement
৩১ অক্টোবর ২০২৪
Marriage

পুত্রের থেকেও বয়সে ছোট প্রেমিকের টানে দেশ, স্বামী ছাড়লেন ব্রাজিলের মহিলা, ঘর বাঁধলেন ভারতে

পবন পেশায় নিরাপত্তারক্ষী। আদতে ছত্তীসগঢ়ের ভিন্ডের বাসিন্দা। গুজরাতের কচ্ছে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। গত বছর ব্রাজিল থেকে কচ্ছে বেড়াতে এসেছিলেন রোজি।

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৭:০২
Share: Save:

ভালবাসার টানে স্বামী-পুত্র, সংসার, ছাড়লেন ৫১ বছরের রোজি নাইদ শিকেরা। ছাড়লেন দেশও। ব্রাজিল থেকে সোজা চলে এলেন ভারতে। আপাতত দিল্লিতে প্রেমিক পবন গোয়ালের পরিবারের সঙ্গে রয়েছেন তিনি। সেখানেই ৩০ বছরের যুবকের সঙ্গে ঘর বাঁধতে চলেছেন রোজি, যিনি বয়সে তাঁর ৩২ বছরের ছেলের থেকেও ছোট।

পবন পেশায় নিরাপত্তারক্ষী। আদতে ছত্তীসগঢ়ের ভিন্ডের বাসিন্দা। গুজরাতের কচ্ছে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। গত বছর ব্রাজিল থেকে কচ্ছে বেড়াতে এসেছিলেন রোজি। সেখানেই পবনের সঙ্গে পরিচয় হয় তাঁর। ক্রমে ঘনিষ্ঠতা হয়। দেশে ফিরেও সমাজমাধ্যমে দু’জনের যোগাযোগ থেকেই যায়। ভাষা, বয়স, কোনওটাই বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের সম্পর্কে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন রোজি। স্থির করেন, স্বামী, সংসার, দেশ ছেড়ে ভারতে চলে আসবেন।

যেমন ভাবা, তেমন কাজ। দিন কয়েক আগে ব্রাজিল ছেড়ে দিল্লি চলে আসেন রোজি। পবনের পরিবারের কাছে নিজেদের সিদ্ধান্তের কথা জানান। তারা ৫১ বছরের রোজির সঙ্গে ৩০ বছরের পবনের সম্পর্ক মেনে নেয়। বিয়ের দিনও স্থির করা হয়েছে। ছাপানো হয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র। পবন এবং রোজি জেলাশাসকের দফতরে গিয়ে সেই নিমন্ত্রণপত্র দিয়ে এসেছেন। রোজি জানিয়েছেন, বিয়ের পরে ভারতেই থাকবেন তিনি।

অন্য বিষয়গুলি:

Marriage Gujarat Brazil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE