উত্তরপ্রদেশের কাসগঞ্জে প্রেমিকের সঙ্গে বেড়াতে বেরিয়ে গণধর্ষণের শিকার হয়েছিল এক কিশোরী। ওই ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে বিজেপির এক জন নেতাও রয়েছে বলে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ আনা হয়েছে।
কাসগঞ্জের পুলিশ সুপার অঙ্কিতা শর্মা জানান, ১৬ বছর বয়সি নির্যাতিতা তার প্রেমিকের সঙ্গে হাজ়ারা ক্যানাল সংলগ্ন এলাকায় ঘুরতে গিয়েছিল। সেই সময় বেশ কয়েক জন তাকে যৌন নির্যাতন করে। টাকাপয়সাও কেড়ে নেওয়া হয়। দশ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। দু’জনের বিরুদ্ধে গণধর্ষণ, লুটপাটের অভিযোগ আনা হয়েছে। আট জন গ্রেফতার হয়েছে। অন্যদের খোঁজ চলছে।
নির্যাতিতা অভিযোগে জানিয়েছে, ১০ এপ্রিল ঘটনাটি ঘটে। প্রেমিককে আটকে রেখে প্রবল মারধর করা হয়। যৌন নির্যাতন করা হয় তাকে। দু’ঘণ্টা পর ছেড়ে েদওয়া হয় তাদের। তার আগে কিশোরীর কানের দুল খুলে নেয় অভিযুক্তেরা। ধর্ষণের ভিডিয়ো তুলে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকাও আদায় করে। নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার বিষয়টি জানতে পারে। অভিযোগ হয় থানায়।
এই ঘটনায় ধৃত এক জন বিজেপি নেতা বলে দাবি করেছে কংগ্রেস। এক্স হ্যান্ডলে বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিংহের সঙ্গে অভিযুক্তের ছবি তুলে ধরে তৃণমূলও বলেছে, ‘ডাবল ইঞ্জিন’ সরকার যে সব রাজ্যে রয়েছে, সেখানে ধর্ষকদের মালা পরানো হয়, নিরাপত্তা দেওয়া হয়। আর প্রতিরোধের কাজ নিজেদের মতো করেই করতে হয় নির্যাতিতাকে। সংবাদ সংস্থা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)