জ্ঞানবাপী মসজিদ। —ফাইল চিত্র।
কাশী-মথুরায় জ্ঞানবাপী মসজিদ, শাহি ইদগা নিয়ে টানাপড়েনের মধ্যে আজ সংসদেই বিজেপি শিবির থেকে উপাসনাস্থল আইন তুলে দেওয়ার দাবি উঠল। অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রামমন্দির মাথা তুলেছে। এ বার কাশী-মথুরায় জ্ঞানবাপী মন্দির, শাহি ইদগা সরানোর দাবি উঠেছে। অভিযোগ, মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে মন্দির ভেঙে কাশীতে জ্ঞানবাপী মন্দির তৈরি হয়েছিল। মথুরায় কৃষ্ণের জন্মস্থানে মন্দির ভেঙে ইদগা তৈরি হয়েছিল। এখন সেই মসজিদ, ইদগা সরিয়ে পুজোর দাবি উঠলেও তাতে প্রধান বাধা ১৯৯১ সালের উপাসনা স্থল (বিশেষ ব্যবস্থা) আইন।
রাম জন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে বিতর্কের শুরুর সময় এই আইন তৈরি করে বলা হয়েছিল, কোনও মন্দির-মসজিদ বা গির্জার চরিত্র পাল্টানো যাবে না। ১৯৪৭-এ স্বাধীনতার সময় যেখানে যা ছিল, তেমনই রাখতে হবে। একমাত্র অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল।
আজ উত্তরপ্রদেশ থেকে বিজেপি সাংসদ হরনাথ সিংহ যাদব দাবি তুলেছেন, এই আইন তুলে দেওয়া হোক। এই আইন বৈষম্যমূলক। এতে অযৌক্তিক ভাবে একটা বছর ঠিক করে দেওয়া হয়েছে, যার পরে আর কিছু বদল করা যাবে না। এর ফলে হিন্দু, জৈন, বৌদ্ধরা বঞ্চিত হচ্ছেন। কারণ, তাঁদের মন্দিরে মুসলিম শাসকদের আমলে হামলা হয়েছে। সেগুলি মসজিদে রূপান্তরিত হয়েছে। কিন্তু সেখানে ফের পুজোর অধিকারের দাবিতে তাঁদের মামলা করারও অধিকার নেই। যাদবের যুক্তি, এই আইন অসাংবিধানিক। এতে শুধু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈনদের ধর্মাচরণের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, তা নয়। এর ফলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিও ধাক্কা খাচ্ছে।
লোকসভা ভোটের আগে সংসদে বিজেপি শিবির থেকে এই দাবি তাৎপর্যপূর্ণ। কারণ আদালতের নির্দেশেই জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পুজোর অনুমতি দেওয়া হয়েছে। মথুরার শাহি ইদগাকে কৃষ্ণের জন্মস্থান দাবি করে তা হিন্দুদের দেওয়ার দাবি উঠেছে। কংগ্রেস অতীতে উপাসনাস্থল আইন তুলে ধরে বলেছিল, কোনও উপাসনাস্থলের ধর্মীয় চরিত্র বদল করা উচিত নয়। কিন্তু জ্ঞানবাপী বিতর্কে মেরুকরণের আশঙ্কায় কংগ্রেস এত দিন নীরবতাই বজায় রেখেছে। আজ অবশ্য লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী দাবি করেছেন, উপাসনাস্থল রক্ষায় কেন্দ্রীয় সরকার কঠোর ভাবে আইন প্রয়োগ করুক। তিনি বলেন, কাশী-মথুরা নিয়ে জল্পনা চলছে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কথা মাথায় রাখতে হবে। লোকসভায় সনিয়া গান্ধীর পাশে দাঁড়িয়েই অধীর বলেন, ‘‘লোকসভা ভোট দরজায় কড়া নাড়তেই আপনারা প্রভু রামের পিছনে আশ্রয় নিচ্ছেন। আমরা সবাই রামকে শ্রদ্ধা করি। রামের উপরে পেটেন্ট দাবি করবেন না। রামকে নির্বাচনের হাতিয়ার করে ফেলবেন না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy