বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের। ফাইল ছবি।
কংগ্রেস নেতা রাহুল গাঁধীর ‘ভারত জোড়ো’ কর্মসূচিকে কটাক্ষ করতে গিয়ে বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ঘটনাচক্রে, হিমন্ত যে সময় এই মন্তব্য করলেন, সেই সময় ভারত সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কংগ্রেস সাংসদ রাহুল অন্যান্য নেতাদের নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাড়ে তিন হাজার কিলোমিটার ব্যাপী রাজনৈতিক কর্মসূচি শুরু করছেন। নাম দেওয়া হয়েছে ‘ভারত জোড়ো’ যাত্রা। ২০২৪-এর লোকসভা ভোটের আগে কংগ্রেসের এই কর্মসূচিকে জনসমর্থন যাচাই করার উপলক্ষ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কংগ্রেস নেতাদের দাবি, ‘ভারত জোড়ো’ যাত্রার মধ্যে দিয়েই বিজেপি বিরোধী মানুষকে আবার হাতের মধ্যে আনা সম্ভব হবে। যদিও বিরোধী বিজেপি তাকে আক্রমণে খামতি রাখছে না। কিন্তু রাহুলের কর্মসূচিকে কটাক্ষ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন অসমের মুখ্যমন্ত্রী।
রাহুল গাঁধীকে আক্রমণ করতে গিয়ে বুধবার হিমন্ত বলেন, ‘‘ভারত এক জোটই আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, শিলচর থেকে সৌরাষ্ট্র— আমরা এক জোটই আছি। কংগ্রেসই দেশকে ভারত ও পাকিস্তানে ভাগ করেছে। পরে বাংলাদেশ তৈরি হয়েছে। যদি রাহুল গাঁধী মনে করেন যে, আমার দাদু (জওহরলাল নেহরু) ভুল করে ফেলেছিলেন এবং তা নিয়ে ওঁর মনে দুঃখ থাকে, তা হলে ভারতের মাটিতে দাঁড়িয়ে ‘ভারত জোড়ো’র কোনও অর্থ নেই। পাকিস্তান, বাংলাদেশকে একীভূত করে অখণ্ড ভারত তৈরির প্রয়াস নিন।’’
#WATCH | "India is intact. We're one nation. Congress disintegrated India in 1947. If Rahul Gandhi has any regret that his grandfather made a mistake, there's no use of Bharat Jodo Yatra in India. Try to integrate Pakistan, Bangladesh & work for Akhand Bharat..," says Assam CM. pic.twitter.com/W1ZbWV4rOG
— ANI (@ANI) September 7, 2022
অখণ্ড ভারতের ধারণা মূলত আরএসএসের। মতাদর্শগত ভাবে আরএসএসের পথে চলে বিজেপি। এই ধারণায় অখণ্ড ভারতের অর্থ হল পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভূটান, আফগানিস্তান, তিব্বত এবং মায়ানমারকে নিয়ে একটিই দেশ, ভারত।
২০১৫-য় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন হিমন্ত। তার পর থেকেই নিজের পুরনো দলের দিকে একের পর এক আক্রমণ শানাতে অভ্যস্ত তিনি। কংগ্রেসের সাম্প্রতিক ‘ভারত জোড়ো’ কর্মসূচি নিয়েও ঠিক সে ভাবেই আক্রমণ শানাতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy