আরিয়ান-কাণ্ডে মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কড়া ভাষায় বিঁধলেন সুশান্ত সিংহ রাজপুতের পারিবারিক আইনজীবী বিকাশ সিংহ। সুশান্তের মৃত্যুর পর বলিউডে মাদক-কাণ্ড সংক্রান্ত মামলায় অভিনেতার বিরুদ্ধে আদালতে গুরুতর অভিযোগ তুলেছিলেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। ওই মামলায় রিয়ার বয়ানের বিরুদ্ধে সওয়াল করেছিলেন বিকাশ।
বলিউডে মাদক-যোগ সামনে আসার পর গত ৯ সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করে এনসিবি। এর পরেই জামিনের আবেদনে রিয়া বলেছিলেন, “নিজের মাদকের অভ্যাস জিইয়ে রাখতে কাছের মানুষদের ব্যবহার করেছিল সুশান্ত।” সেই সময় সুশান্তের পরিবারের আইনজীবী ছিলেন বিকাশ।
চলতি বছরে অক্টোবরের শুরুতে প্রমোদতরীতে মাদক-কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আরিয়ানের শরীরে মাদক না মিললেও আদালতে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে এনসিবি দাবি করে, মাদক-কাণ্ডে সরাসরি জড়িয়ে আরিয়ান।
আরও পড়ুন:
সেই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ বলেন, ‘‘এনসিবি আসলে সংবাদমাধ্যমে উঠে আসতে চায়। এই ধরনের ঘটনার তদন্ত করে আলোকবৃত্তে আসতে চায় এনসিবি। মাদক দ্রব্যের যাঁরা নিয়মিত উপভোক্তা নন, তাঁদের নিশানা করছে এনসিবি। দিল্লির বড় বড় পার্টিতে বাচ্চারা পর্যন্ত মাদক নেয়। এনসিবি-র সেখানে যাওয়া উচিত। বলিউডে মাদক-যোগ প্রমাণ করতে মরিয়া এনসিবি। এটা ঠিক হচ্ছে না। মাদক ব্যবসার সঙ্গে জড়িতে মূল পাণ্ডাদের না ধরে ওরা মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে।’’