Advertisement
E-Paper

সীমান্তে পাক ড্রোনের হানাদারি রুখতে প্রস্তুত ‘অশ্বিনী’, দ্রুত চিহ্নিত করেই নিমেষে ধ্বংস

এর আগে উন্নত প্রযুক্তির সাহায্যে পাক ড্রোনের মোকাবিলার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরেই ধাপে ধাপে আধুনিকীকরণ শুরু হয়েছে।

পাকিস্তানি ড্রোনের হানাদারি রুখতে নতুন কৌশল ভারতীয় সেনার।

পাকিস্তানি ড্রোনের হানাদারি রুখতে নতুন কৌশল ভারতীয় সেনার। —ফাইল ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৪:৪৪
Share
Save

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং পঞ্জাব, রাজস্থান, গুজরাতের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানাদারি রুখতে এ বার নতুন কৌশল নিচ্ছে ভারতীয় সেনা। নিচু দিয়ে ওড়া ধীরগতির আকাশযান চিহ্নিত করতে আসছে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা এবং পরিবহণযোগ্য রাডার ‘অশ্বিনী’।

‘আর্মি এয়ার ডিফেন্স’ (এএডি) বাহিনীর তরফে আগেই সীমান্তে পাক ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে এলএলএলআর (লো লেভেল লাইট রাডার) কেনার দাবি তোলা হয়েছিল। সেই চাহিদা পূরণ করতে এগিয়ে এসেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন’ বা ডিআরডিও)-র সহযোগী প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স অ্যান্ড রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট’। সঙ্গী ভারত ইলেকট্রনিক্‌স লিমিটেড (বিইএল)।

চলতি মাসেই প্রতিরক্ষা মন্ত্রক ‘অশ্বিনী’ রাডার কেনার জন্য ২৯০৬ কোটি টাকার চুক্তি সই করেছে। দুর্গম পাহাড়ি এলাকায় সামরিক যানে বহন করা যেতে পারে এই আধুনিক রাডারকে। ড্রোনের পাশাপাশি নিচু দিয়ে ওড়া হেলিকপ্টারও সাত-আট কিলোমিটার দূরত্ব পর্যন্ত অনায়াসে চিহ্নিত করতে পারবে ‘অশ্বিনী’। প্রসঙ্গত, কয়েক বছর আগেই উন্নত প্রযুক্তির সাহায্যে পাক ড্রোনের মোকাবিলার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পর বিমান বিধ্বংসী কামানের পাশাপাশি জ্যামার বন্দুকের ব্যবহার শুরু করেছে সেনা এবং বিএসএফ।

Indian Defence System Pakistan Drone Amit Shah Pak Drone Drone Attack Radar System Radar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy