এক টাকার কয়েন দিয়ে বাইক কেনেন ভি বুবাথি।
সালেমের যুবক ভি বুবাথির জীবনে সবকিছুই অন্যরকম। জীবনের স্বপ্ন সাকার করতে অনেককিছুই করতে হয় তাঁকে। যা সাধারণ নয়। সেই অ-সাধারণ এক চেষ্টাই সকলের নজর কেড়েছে। বুবাথির অনেকদিনের ইচ্ছা একটা বাইক কেনেন। অথচ দাম তার সাধ্যের অতীত। কিন্তু তাঁর অদম্য প্রত্যয়ের কাছে সে সবই হার মানে। বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু বানালেন বুবাথি।
তিন বছর ধরে জমিয়ে ফেললেন দু’লক্ষ ৬০ হাজার টাকা। সবই খুচরো পয়সা। স্পষ্ট করে বললে সবই এক টাকার কয়েন। কী করেন বুবাথি? তিনি কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক। অন্যরকম কিছু করার তাগিদে বছর চারেক আগে ইউটিউবার হয়ে যান। একটি বেসরকারি সংস্থায় কম্পিউটার অপারেটরের কাজও করেন।
যে শোরুম থেকে বুবাথি তাঁর স্বপ্নের বাইক কেনেন, বুবাথির দেওয়া বিপুল সংখ্যক কয়েন দেখে হতভম্ব। বিরক্ত হলেও বুবাথিকে ফেরাননি। শোরুমের ম্যানেজার মহাবিক্রান্ত বলেন, ‘‘বুবাথির তিন বছরের সঞ্চয় একটা একটা করে গুনতে শোরুমের কর্মীদের ১০ ঘণ্টা সময় লেগেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy