গুজরাতের পিপাভাও বন্দরে সিংহের দল। ছবি সৌজন্য টুইটার।
ঠিক যেন ছানাপোনা নিয়ে শহর পরিদর্শনে বেরনো! এমনই ‘হাবভাব’ নিয়ে গুজরাতের আমরেলিতে পিপাভাও বন্দরে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে দেখা গেল এক দল সিংহকে।
সম্প্রতি সেই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সিংহের একটি পরিবার রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছে বন্দর এলাকায়। ওই দলে যেমন পূর্ণবয়স্ক সিংহ ছিল, তেমনই কয়েকটি শাবকও ছিল।
This is not #Africa it's #India a pride of lions walking at Pipavav port. #Rajulacity #Gujarat #saurastra #asiaticlion #gir #girlion #IncredibleIndia #Mumbai #goodmorning pic.twitter.com/GQ8Ic8bwBY
— Old Bombay (@oldmumbai) July 6, 2021
লোকালয়ে সিংহের দলকে ঘুরে বেড়াতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বন্দরের কর্মীরা। তাঁরা এই ঘটনার ভিডিয়োও করেন। লোকালয়ে এমন ভাবে সিংহ ঘুরে বেড়ানোর বিষয়টি সঙ্গে সঙ্গে বন দফতরে জানান বন্দরের কর্মীরা। খবর পেয়েই বন দফতরের কর্মীরা সিংহের খোঁজে নামেন। শহরের রাস্তায় সিংহ ঘুরে বেড়ানোর খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২০১৯-এও জুনাগড়ে রাতের বেলায় লোকালয়ে সিংহের দলকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। প্রবল বৃষ্টিতে সিংহের দল ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে। সেই ছবি এবং ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy