বিশালাকায় সেই সাপ। ছবি সৌজন্য টুইটার।
রাস্তার এ পার থেকে ও পারে চলে গিয়েছে। মাথা-মুখ কোনওটাই দেখা যাচ্ছে না। প্রায় ১৫ ফুটের একটি রাস্তা পারাপার করতে দেখা গেল ৩০ ফুটের অজগরকে।
লোকালয়ে বিশালাকায় সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়ায় ওড়িশার নবরংপুর জেলার কাঠিগুড়ায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে কাঠিগুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের কাছে রাস্তা পারাপার করতে দেখা যায় বিশাল আকারের অজগরটিকে।
A Giant snake of 25 -30 ft was spotted while crossing the main road at Khatiguda area of Odisha's Nabrangpur District on Friday Night.#snake #Roadies @aajtak @IndiaToday pic.twitter.com/aczlPG33tp
— Mohammad Suffian (@iamsuffian) April 9, 2022
সাপটিকে দেখার পরই স্থানীরা বন দফতরে খবর দেন। সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা। কিন্তু লোকালয়ে এই বিশালাকায় সাপ কী করে ঢুকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক বনকর্মী।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় আগে কখনও অজগরের দেখা মেলেনি। তাই হঠাৎ এলাকায় বিশালাকায় সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়ায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy