ধরে বেহাল যমুনোত্রীগামী সড়ক। ছবি: টুইটার থেকে নেওয়া।
প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরাখণ্ডের যমুনোত্রীতে আটকে পড়েছেন প্রায় ১০ হাজার পুণ্যার্থী। আশ্রয়ের অভাবে তাঁদের বড় অংশই যমুনোত্রীগামী রাস্তার উপর রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এর ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
তুমুল বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই উত্তরকাশী এবং চামোলি জেলার বিভিন্ন অংশে ধস নামছে। বিভিন্ন অংশ ভেঙে পড়েছে খাদের ধারে রাস্তার প্রাচীরের। এই পরিস্থিতিতে দ্রুত আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধার করা না করা হলে বড় ধরনের অঘটনের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তরকাশী জেলা (যমুনোত্রী এই জেলারই অন্তর্গত) প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছোট গাড়িতে ধাপে ধাপে কিছু পু্ণ্যার্থীকে সরানো হচ্ছে। কিন্তু ধস সরিয়ে রাস্তা যাত্রীবাহী বাস চলাচলের উপযুক্ত করতে আরও অন্তত তিন দিন সময় লাগবে। এই পরিস্থিতিতে আটকে পড়া চারধাম যাত্রীদের নিরাপদ আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছে উত্তরাখণ্ড সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy