—প্রতীকী চিত্র।
আমাদের অনেকেরই বাড়িতে গাছ লাগানোর শখ থাকে। আবার অনেকে গাছ লাগান প্রয়োজনের জন্য। দুই ক্ষেত্রেই গাছে ফল হওয়াটা খুব প্রয়োজন। কারণ গাছ বসানোর সময় সবাই চান যেন গাছে খুব ভাল ফল হোক। কিন্তু হয়তো দেখা যায়, কিছুতেই ফল হচ্ছে না। অনেক চেষ্টা করা হচ্ছে, গাছের প্রচুর যত্ন নেওয়া হচ্ছে, তাতেও কোনও ফল হচ্ছে না। অথচ গাছটা খুব সুন্দর হয়েছে, দেখলেই মনে হবে যেন এ বার অবশ্যই ফল হবে, কিন্তু শেষে কিছুতেই ফল হচ্ছে না।
তার পর, অনেক সময় দেখা যায় যে, হয়তো গাছে ফল হচ্ছে। কিন্তু ছোট অবস্থাতেই ঝড়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। ফল কিছুতেই বড় হচ্ছে না বা গাছে কিছুতেই ফলটা থাকছে না। এ ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে, কিছু উপায় বা টোটকার কথা বলা হয়েছে। এই টোটকা করলে হয়তো গাছের ফল ভাল হবে বা গাছের ফল অসময়ে ঝড়ে যাবে না।
টোটকা
১) গাছ ভাল হওয়ার জন্য সবার প্রথমে প্রয়োজন ভাল মাটি, জল আর ভাল জায়গার। এই সব জিনিস ভাল থাকা সত্ত্বেও যখন গাছে ফল ভাল হচ্ছে না, সে ক্ষেত্রে এ রকম গাছ যে কোনও মন্দির থেকে ঠাকুরের স্নান জল নিয়ে আসুন। অর্থাৎ ঠাকুরকে যে জলে স্নান করানো হয়েছে সেই জল। তার পর সেই জল গাছের গোঁড়ায় এবং সমগ্র গাছে ছিটিয়ে দিন। পর পর সাত দিন এই ক্রিয়াটা করে দেখুন, অবশ্যই ভাল ফল পাওয়া যাবে।
২) এ ছাড়া গাছের গোঁড়ায় কখনও নোংরা আবর্জনা জমা হতে দিতে নেই, গাছের আশেপাশে সব সময় পরিষ্কার রাখতে হয়।
৩) যখন নিত্য পুজো বাড়িতে করা হয় তখন সেই সঙ্গে সকালবেলা এবং সন্ধ্যাবেলা গাছে অবশ্যই ধূপধুনো দেখাতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy