Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Guru Purnima 2024

৭ টোটকা: ভাগ্য ফেরাতে গুরুপূর্ণিমার দিন অবশ্যই মেনে চলুন

জ্যোতিষশাস্ত্র মতে যদি গুরুপূর্ণিমার দিন কিছু উপায় মেনে চলা যায়, তা হলে শুভ ফল পাওয়া যায়।

Follow these seven tips on guru Purnima for bringing luck

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২০ জুলাই ২০২৪ ১৮:২৪
Share: Save:

২১ জুলাই ২০২৪, রবিবার গুরুপূর্ণিমা। এই দিনটি অত্যন্ত শুভ। এই দিন কিছু শুভকাজের মধ্যে দিয়ে যদি দিন শুরু করা যায়, তা হলে জীবনে নানা উন্নতি হয়। জ্যোতিষশাস্ত্র মতে যদি এই দিন কিছু টোটকা মেনে চলা যায়, তা হলে ভাল ফল পাওয়া যায়।

বিশেষ টোটকাগুলি কী কী?

১) গুরুপূর্ণিমার দিন সকালে অবশ্যই সূর্যদেবের পুজো করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। জল অর্পণ করার সময় অবশ্যই সূর্যদেবের দিকে চোখ তুলে তাকাবেন। এ ছাড়া জল অর্পণ করার সময় খেয়াল রাখবেন সেই জলের ছিটা যাতে আপনার পায়ে এসে না পড়ে।

২) এই দিন অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন।

৩) এই দিন বাড়িতে সম্ভব হলে হলুদ রঙের মিষ্টি বা কেশর দেওয়া ক্ষীর তৈরি করুন এবং দান করুন।

৪) যে কোনও ভাল দিনে কিছু না কিছু দান করা অত্যন্ত শুভ। তবে এই দিন কিছু দান করার আগে দেখুন যে, যাকে দান করছেন সেই ব্যক্তির কোন জিনিস প্রয়োজন, সেই জিনিসই তাকে দান করুন।

৫) এই দিন একটা প্রদীপের মধ্যে সর্ষের তেল, কিছুটা হলুদের গুঁড়ো, অল্প কয়েকটা চাল, সামান্য চিনি এবং গুড় দিয়ে, ভগবান বা নিজের গুরুর উদ্দেশে মনের কামনা জানিয়ে প্রদীপটা জ্বালান। এই কাজ করার সময় কিছু ভোগ ও জল দেবেন।

৬) গুরুপূর্ণিমার দিন কিছুটা সৈন্ধব লবণ একটা কাগজে মুড়ে নিজের মানিব্যাগে রেখে দিন, তার পর দেখুন ভাগ্যের চমৎকার।

৭) এই দিন সিদ্ধিদাতা গণেশ এবং মহাদেবের নাম জপ করতে পারেন, এ ছাড়া গায়ত্রী মন্ত্র জপ করলেও খুব ভাল ফল পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Guru Purnima luck Astrological Tips Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE