রং খেলার ক্লান্তি কাটবে কোন ফলে ছবি: সংগৃহীত
সূর্য মধ্য গগনে থাকলেও দোলের হুল্লোড়ে ভাটা নেই। কিন্তু শুধু মজা করলেই তো চলবে না, মজার মাঝে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যেরও। রোদের মধ্যে রং খেলতে খেলতে জলশূন্যতা তৈরি হওয়াও অস্বাভাবিক নয়। তাই রং খেলতে খেলতে গলা শুকিয়ে এলে খেতে পারেন হরেক কিসিমের ফল।
১। তরমুজ: বিশেষজ্ঞদের মতে এক কাপ তরমুজের রসে প্রায় আধ কাপ জল থাকে। সঙ্গে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ এবং ম্যাগনেশিয়াম। আবার তরমুজে ক্যালোরির মাত্রাও বেশ কম। ফলে দোলের পর ক্লান্তি দূর করতে দারুণ কাজে আসতে পারে তরমুজ।
২। স্ট্রবেরি: স্ট্রবেরিও জলের ঘাটতি পূরণ করতে সাহায্য করতে পারে। স্ট্রবেরির মোট ওজনের ৯১ শতাংশই জলীয় পদার্থ। পাশাপাশি স্ট্রবেরিতে থাকে ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট ও বিভিন্ন ভিটামিন।
৩। পিচ: পিচও দেহে জলের ভারসাম্য বজায় রাখতে বেশ উপযোগী। বিশেষজ্ঞদের মতে, পিচে শতকরা ৮৯ ভাগ জল থাকে। ভিটামিন এ, বি এবং সি সমৃদ্ধ পিচে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্টও।
৪। লেবু: কমলালেবু, পাতিলেবু কিংবা মুসম্বি, যে কোনও ধরনের লেবুর রসই রোদের ধাক্কা সামলাতে দারুণ কার্যকর। সঙ্গে রয়েছে ভিটামিন সি ও খনিজ পদার্থ।
৫। শাকালু: শাকালু কিন্তু কোনও ফল নয়। এটি এক ধরনের গাছের মূল। শাকালুতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি ও জল থাকে। পাশাপাশি থাকে আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ।
৬। শশা: শশা দ্রুত দেহের জলের ঘাটতি পূরণ করতে সাহায্য করতে পারে। পাশাপাশি শশায় অল্প লবণ মাখিয়ে নিলে ঘামের ফলে দেহ থেকে যে লবণ বেরিয়ে যায়, পূরণ হতে পারে তার ঘাটতিও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy