গর্ভপাতের সংবিধানিক অধিকার নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট ছবি: সংগৃহীত
কেবল বিবাহিত নন বলে একজন ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারীকে বঞ্চিত করা যাবে না গর্ভপাতের অধিকার থেকে। বৃহস্পতিবার গর্ভপাত সংক্রান্ত একটি মামলার অন্তর্বর্তীকালীন রায় দেওয়ার সময় এ কথা জানাল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।
আবেদনকারী ২৫ বছর বয়সি এক মহিলা আদালতে জানান, তিনি অবিবাহিতা। একত্রবাসে থাকার সময় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু বিবাহিত না হওয়ার কারণে গর্ভপাত করানোর সময়ে অসুবিধার সম্মুখীন হতে হয় তাঁকে। গোটা বিষয়টি নিয়ে প্রথমে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সম্মতিসূচক সম্পর্কে ছিলেন এই কারণ দেখিয়ে তাঁর আর্জি খারিজ করে দেয় আদালত। এ দিন দিল্লি হাই কোর্টের রায়কেও ‘অযথা বাধা দেওয়া’ বলেও অভিহিত করেছে সর্বোচ্চ আদালত। ঝুঁকিহীন ভাবে ওই মহিলার গর্ভপাত করা যায় কি না তার সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে এইমস এর চিকিৎসকদের উপর।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০২১ সালে মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অ্যাক্ট সংশোধন করা হয়। সেখানে পিতৃপরিচয়ের ক্ষেত্রে ‘স্বামী’ শব্দটিকে বদলে ‘সঙ্গী’ করা হয়। আর এই বদলের কারণই ছিল অবিবাহিত নারীদের প্রয়োজন অনুসারে গর্ভপাতের সুযোগ দেওয়া। তাই স্রেফ অবিবাহিতা বলে আবেদনকারিণীকে এই অধিকার থেকে বঞ্চিত করা যায় না। প্রসঙ্গত, এখন বিবাহবিচ্ছিন্না ও বিধবা নারীদের ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানোর সাংবিধানিক অধিকার রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy