অভিষেক বচ্চনের অভিনয়জীবনে সাফল্য সহজে আসেনি। এক সময় লাগাতার ব্যর্থতার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছেন অভিনেতা। তখন অভিনয়কে বিদায় জানাতেও চেয়েছিলেন তিনি। কিন্তু বাবা অমিতাভ বচ্চনের জন্যই পেশা পরিবর্তন করেননি অভিষেক।
বিখ্যাত তারকার সন্তানের কাঁধে দায়িত্ব অনেক। বলিউডের ইতিহাসে এ রকমও দেখা গিয়েছে, বাবার জুতোয় পা গলানোর বৃথা চেষ্টায় হারিয়ে গিয়েছেন বহু অভিনেতা। ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করার পর অভিষেককে কিন্তু পায়ের নীচে শক্ত জমি পেতে বিস্তর পরিশ্রম করতে হয়েছে।
আরও পড়ুন:
একটি সাক্ষাৎকারে অভিষেককে কেরিয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, এক সময়ে তিনি অভিনয় ছেড়ে দিতে চান। অভিনেতা বলেন, ‘‘খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছিলাম। একটা ছবিও সফল হচ্ছিল না। নিজের স্থির করা মানদণ্ড ছুঁতে পারছিলাম না।’’ আর কোনও পথ না দেখে শেষে বাবার শরণাপন্ন হন অভিষেক।
অভিষেক জানান, সেই সমে অমিতাভই তাঁর মনোবল বৃদ্ধি করতে সাহায্য করেন। তিনি জানান, অমিতাভ নাকি তাঁকে বলেছিলেন, ‘‘তোমার বাবা হিসেবে নয়, একজন অভিনেতা হিসেবে বলছি তোমার এখনও অনেকটা পথ চলা বাকি। প্রতিটা ছবির মাধ্যমেই তুমি একটু একটু করে বড় হচ্ছ। তাই লড়াই করতে থাকো।’’
অন্য দিকে শুক্রবার ওটিটিতে মুক্তি পেয়েছে অভিষেক অভিনীত ছবি ‘বি হ্যাপি’। কিন্তু অভিষেক এখন তাসখন্দে একটি চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে রয়েছেন। সেই প্রসঙ্গ উত্থাপন করে সমাজমাধ্যমে ছেলেকে নতুন ছবির জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অমিতাভ।