বলিউড নাচের কৌশল শেখার সেই ভিডিয়ো দিন দু’য়েক আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন এই আমেরিকান রেসলার।
চার্লটকে নাচের স্টেপ শেখাচ্ছেন বরুণ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ১১:৩৮
Share
Save
ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট বা ডব্লিউ ডব্লিউ ই বিশ্বের সবথেকে আকর্ষণীয় রেসলিং প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার অন্যমত জনপ্রিয় মহিলা রেসলার চার্লট ফ্লেয়ার। ভারতে থাকা ডব্লিউ ডব্লিউ ই-র খুদে ভক্তদের সঙ্গে শিশু দিবস উদ্যাপন করতে সম্প্রতি ভারতে এসেছিলেন তিনি। আর তা করতে এসে বলিউড অভিনেতা বরুণ ধওয়নের কাছ থেকে শিখলেন বলিউডি নাচের কয়েকটি স্টেপ।
বলিউড নাচের কৌশল শেখার সেই ভিডিয়ো দিন দু’য়েক আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন এই আমেরিকান রেসলার। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এখনও পর্যন্ত প্রায় সাড়ে ন’লক্ষ ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিয়ো।
ভিডিয়োটি পোস্ট করে চার্লট লিখেছেন, ‘সালসা নয়, পরিবর্তে বলিউডে নাচের স্টেপ শিখলাম। ধন্যবাদ বরুণ ধওয়ন আমাকে বলিউডের জন্য প্রস্তুত করায়।’ দেখুন সেই ভিডিয়ো-