বলিউডে সবে পা রেখেছেন তিনি। অভিনয় করেছেন মাত্র একটি সিনেমাতে। কিন্তু তাতে কী আসে যায়। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় তিনি হার মানাতে পারেন অনেক বড় বড় অভিনেত্রীকেও। তিনি শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর। ‘ধড়ক’-এর এই অভিনেত্রী সম্প্রতি আপলোড করেছেন একটি নাচের ভিডিয়ো। সেই ভিডিয়ো এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সেই ভিডিয়োতে জাহ্নবীকে দেখা যাচ্ছে রঙিন টপ ও সাদা ট্রাক প্যান্ট পরে। সেই ভিডিয়োতে জাহ্নবীর সঙ্গে আছেন তাঁর প্রশিক্ষকও। ‘লাভযাত্রী’ ছবির একটি গানের তালে বেলি ডান্স করছেন তাঁরা।
জাহ্নবীর সেই নাচই এখন নেটদুনিয়ার নতুন সেনসেশন। তবে এই প্রথম নয়। এর আগেও নিজের বেশ কয়েকটি বেলি ডান্সের ভিডিয়ো তিনি আপলোড করেছিলেন।
আরও পড়ুন: টপলেস অবস্থায় বেবি বাম্পের ছবি! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এই অভিনেত্রী
আরও পড়ুন: প্রেম! একটা কথা বলি, আমি সিঙ্গলও নই, কমিটেডও নই: স্বস্তিকা দত্ত