কর্ণ জোহর প্রযোজিত, শাহরুখ খান অভিনীত ছবি ‘কাল হো না হো’-এর গান শোনা গেল আমেরিকার নৌবাহিনীর কণ্ঠে।
বলিউডের ছবি, গান গোটা বিশ্বে জনপ্রিয়। বিভিন্ন সময় আন্তর্জাতিক শিল্পীদের কণ্ঠে বলিউডের গান শোনা যায়। বিদেশি বাদ্যযন্ত্রে ধরা দেয় হিন্দি গানের সুর। সম্প্রতি তেমনই এক ঘটনায় আপ্লুত কর্ণ জোহর। তাঁরই প্রযোজিত ছবি ‘কাল হো না হো’(২০০৩)-এর গান শুনলেন আমেরিকার নৌবাহিনীর কণ্ঠে।
कल हो ना हो
— Taranjit Singh Sandhu (@SandhuTaranjitS) August 24, 2022
Kal ho na ho .. friend remains eternal!@USNavy Band enthralls with a popular #bollywood song.
At the dinner hosted by Secretary Navy @SECNAV pic.twitter.com/koHoZtfNRI
এক নৈশভোজের আসরে নৌবাহিনীর অফিসাররা গিটার বাজিয়ে গাইছিলেন ‘কাল হো না হো।’ তাঁদের আমেরিকান ইংলিশ মেশানো হিন্দি উচ্চারণে আলাদা মাধুর্য খুঁজে পেলেন বলিউডের জনপ্রিয় সঞ্চালক। ভাগ করে নিলেন সেই ভিডিয়ো।
ভিডিয়োতে এক জন আমেরিকান নৌ অফিসারকে গিটার বাজাতে দেখা যায়। পাশে দাঁড়িয়ে গান গাইছিলেন এক পুরুষ ও এক মহিলা অফিসার। সোনু নিগমের গাওয়া গান তাঁদের কণ্ঠে শুনে ভালবাসার প্রতিক্রিয়া জানালেন অনেকেই।
২০০৩ সাল। দেশ জুড়ে উন্মাদনা বয়ে এনেছিল প্রেম-বিষাদে ভরপুর ‘কাল হো না হো’। শাহরুখ খান, প্রীতি জিন্টা এবং সইফ আলি খানের অভিনয়ে চোখের জলে ভেসেছিলেন দর্শক। নিখিল আডবাণী পরিচালিত ছবিটি সে বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি। পরে আফসোস করেছিলেন কর্ণ, কেন ছবিটি পরিচালনাও করলেন না! তবে এ ছবির অংশ হতে পেরে এখনও তিনি গর্বিত বলে জানিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy