ফেলুদা বিয়েই করলেন না! এই নিয়ে তাঁর অনুরাগীমহলে আফসোস কম নেই। সত্যজিৎ রায় সৃষ্ট এই চরিত্র চিরকুমার। তরুণ প্রজন্মের কথা ভেবে চরিত্রসৃষ্টি তাঁর। তাই লেখকের গোয়েন্দা অবিবাবাহিত। এমনই জানিয়েছিলেন সত্যজিৎ। একই ভাবে সত্যজিতের কোনও কাহিনিতেই ফেলুদার সহকারী তোপসে এত বড় হয়ে ওঠেনি যে তার বিবাহদৃশ্য কল্পনা করা যাবে।
কিন্তু এ বার বিয়ে করলেন ‘তোপসে’। সম্প্রতি পর্দায় ‘ফেলুদা’র সহকারীর ভূমিকায় জনপ্রিয় কল্পন মিত্র। সদ্য বিয়ে সারলেন তিনি। সোমবার রাতে জানিয়েছেন, দিয়া সিংহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন।
ফেলুদাকে ফেলে তোপসে বিয়ে করে ফেললেন? যোগাযোগ করে জানতে চেয়েছিল আনন্দবাজার ডট কম।
পাল্টা রসিকতার লোভ সামলাতে পারেননি কল্পনও। মৃদু হেসে জানিয়েছেন, “আমরা দুই মলাটে আর পর্দায় চিরকুমার। বাস্তবে ফেলুদার চরিত্রাভিনেতা বিবাহিত, এ বার আমিও।” দিয়া পূর্বপরিচিত কি না জানতে চাইতেই ‘তোপসে’ সাবধানি। কল্পনের সাফ জবাব, “কাছের মানুষদের জানাব বলেই সমাজমাধ্যমে বিয়ের ছবি দিয়েছি। এর বেশি কিছু নয়। বিয়ে বিষয়টা ভীষণ ব্যক্তিগত। তাই এর বাইরে কিছু বলতে চাই না।”
আরও পড়ুন:
অভিনেতা বরং নিজের কাজ নিয়ে কথা বলতে বেশি স্বচ্ছন্দ। জানিয়েছেন, অভিনয়ের বাইরেও তিনি অন্য পেশায় যুক্ত। কল্পন বলেছেন, “অভিনেতাদের রোজ তো কাজ থাকে না। অভিনয়ের পাশাপাশি তাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত সংগ্রহশালায় চাকরি করি। আবার ২২ এপ্রিল থেকে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন ফেলুদার শুটিং শুরু হবে।” এ বার সৃজিত মুখোপাধ্যায়ের ব্যাটন কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাতে। তাতে রক্তচাপ বাড়ছে কি না প্রশ্ন করতেই কল্পন বললেন, “একটু না। কমলদাও যথেষ্ট বিচক্ষণ। মনে হয়, খুব বেশি পরিবর্তন তিনিও ঘটাবেন না। পুরোটাই বুঝতে পারব শুটিংয়ে গিয়ে।”
পরিচালক এর আগে আনন্দবাজার ডট কমকে জানিয়েছিলেন, শুটিংয়ের আগে টিমকে নিয়ে মহড়া দেওয়ার ইচ্ছে আছে তাঁর। কল্পন জানিয়েছেন, এখনও সে বিষয়ে কোনও কথা হয়নি। নতুন পরিচালক লুক টেস্টও করেননি এখনও।