Advertisement
২৬ জুন ২০২৪
Boomerang update

জিৎ-রুক্মিণীর ছবি দেখলেন শিবপ্রসাদ, কেমন লাগল তাঁর? জানালেন ‘বুমেরাং’-এর পরিচালক

তিনি নিজে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের গুণমুগ্ধ। তাঁর সঙ্গে আগামী দিনে কাজের ইচ্ছাও প্রকাশ করলেন সৌভিক।

Tollywood director Shiboprosad Mukherjee watched the film Boomerang starring Jeet and Rukmini Maitra

(বাঁ দিক থেকে) জিৎ, সৌভিক, শিবপ্রসাদ ও রুক্মিণী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ১৮:০৪
Share: Save:

টলিপাড়ায় বিভিন্ন সময়ে একতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে একে অপরের পাশে দাঁড়ালে আখেরে যে ইন্ডাস্ট্রিরই পথ সুগম হয়, তা নিয়ে কোনও দ্বিমত নেই। তেমনই এক সৌজন্যের পরিচয় দিলেন প্রযোজক-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

চলতি মাসে মুক্তি পেয়েছে জিৎ ও রুক্মিণী মৈত্র অভিনীত ছবি ‘বুমেরাং’। ছবিটি দর্শকমহলে প্রশংসিত হচ্ছে। এ দিকে শিবপ্রসাদের ব্যস্ততা তুঙ্গে। তা-ও তিনি সময় করে ছবিটি দেখেছেন। ‘বুমেরাং’-এর পরিচালক সৌভিক কুন্ডু বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত। তিনি বললেন, ‘‘ ‘ইচ্ছে’ দেখার পর থেকেই আমি শিবুদার (শিবপ্রসাদ) অনুরাগী। তিনি আমার পরিচালিত ছবি আলাদা করে দেখলেন, এটা আমার কাছে পরম প্রাপ্তি। অন্য রকমের অনুপ্রেরণা।’’

শিবপ্রসাদের কেমন লেগেছে ‘বুমেরাং’, সে প্রসঙ্গে আলোকপাত করলেন সৌভিক। সোমবার শিবপ্রসাদের সঙ্গে এই ছবির সদস্যদের দেখা হয়েছিল। সৌভিক বললেন, ‘‘দাদার খুব ভাল লেগেছে। বিশেষ কয়েকটি জায়গা নিয়ে আমাদের আলোচনাও হয়েছে। আর তিনি বললেন, ‘দেখবি, এই ছবিটা থেকে যাবে।’’ এরই সঙ্গে পরিচালক জানালেন যে, রুক্মিণীর অভিনয় নিয়েও মুগ্ধ শিবপ্রসাদ। সৌভিকের কথায়, ‘‘এখনও পর্যন্ত এই ছবিতেই যে রুক্মিণী তাঁর সেরা অভিনয় করেছেন, সে কথা বার বার বললেন শিবুদা।’’

যাঁর ছবি দেখতে পছন্দ করেন, তাঁর থেকে প্রশংসা পেয়ে সৌভিক খুশি। তা হলে কি আগামী দিনে শিবপ্রসাদের প্রযোজনায় পরিচালক সৌভিককে পাওয়া যেতে পারে? পরিচালক হেসে বললেন, ‘‘এই মুহূর্তে সে রকম কোনও সম্ভাবনা নেই। তবে হলে মন্দ হবে না। দেখা যাক, ভবিষ্যতে কী হয়।’’

এই মুহূর্তে ‘বুমেরাং’ ছবিটি প্রেক্ষাগৃহে দ্বিতীয় সপ্তাহে পড়েছে। গত সপ্তাহে হিন্দি ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন’ মুক্তির পর সাময়িক ভাবে শোয়ের সংখ্যা কমেছিল। কিন্তু মঙ্গলবার থেকে আবার শোয়ের সংখ্যা বেড়েছে বলেই জানালেন সৌভিক। তাঁর কথায়, ‘‘সোমবার ইদের জন্য দর্শক ছবি দেখেছেন। মফস্‌সলেও আজ বেশ কিছু শো হাউসফুল হয়েছে বলে খবর পেয়েছি। আশা করছি এই সপ্তাহে আরও বেশি সংখ্যক মানুষ ছবিটা দেখবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Boomerang Bengali Movie Jeet Rukmini Maitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE