মাসখানেক ধরে দীর্ঘ টানাপড়েন। একটি মন্তব্য আর তার জেরেই প্রবল ক্ষতির মুখে পড়তে হয় নেটপ্রভাবী রণবীর ইলাহাবাদিয়াকে। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামে এক অনুষ্ঠানে রণবীরের মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। সেই অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” মন্তব্যের জেরে রণবীর ও সেই শোয়ের হোস্ট সময় রায়নার দিকে ধেয়ে আসে কটাক্ষ। থানাপুলিশ থেকে আদালত, কিছুই বাদ যায়নি। বন্ধ হয়ে যায় রণবীরের শো। এক ধাক্কায় ২০ লাখ অনুসরণকারী হারান তিনি। গোটা বিষয় নিয়ে শীর্ষ আদালতের কাছে কাতর আর্জি জানান রণবীর। অবশেষে রণবীরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল শীর্ষ আদালত। যদিও বহাল রইল কিছু শর্ত।
আরও পড়ুন:
রণবীর শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়ে বলেন, ‘‘ইউটিউব আমার রুজিরুটির একমাত্র পথ।’’ তাই সোমবারই তাঁর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিল আদালত। আগের মতোই তিনি তাঁর পডকাস্ট চালিয়ে যেতে পারবেন। যদিও আগামীতে অনেক বেশি সতর্ক থাকতে হবে রণবীরকে। শোয়ে শালীনতা বজায় রাখতে হবে, কোনও রকম নৈতিক স্খলন যাতে না হয়, সে দিকেও খেয়াল রাখতে হবে।
শীর্ষ আদালতে শুনানির সময়, রণবীর বেঞ্চের কাছে আবেদন করে জানান, তাকে তাঁর পডকাস্ট, দ্য রণবীর শো সম্প্রচারের অনুমতি দেওয়া হোক। কারণ এটিই ছিল তাঁর আয়ের একমাত্র উৎস। এর পর বেঞ্চ তাঁর আবেদন বিবেচনা করে। অবশেষে শর্তসাপেক্ষে অনুমতি দেয়। আদালতে নির্দেশ, এই অনুষ্ঠানের বিষয়বস্তু যে কোনও বয়সের মানুষের উপযুক্ত হওয়া উচিত। সে মতো রণবীরের তরফে এই বিষয়ে আশ্বাস দিয়ে একটি অঙ্গীকারপত্র জমা দিতে বলা হয়েছে।