তিনি স্রষ্টা। কারও কারও কাছে সৃষ্টির প্রাকমুহূর্তটাই বোধহয় সবথেকে মূল্যবান। আর সেই মুহূর্তটা যদি পৃথিবীর সামনে তুলে আনা যায়? সেটাই করলেন অনুষ্কা শর্মা। মাখিয়ে দিলেন আরও মায়া, প্রেম ও অলঙ্কার।
এখন একটি ভ্রূণ তাঁর শরীরে পাখা মেলছে যে! আর কয়েকটা দিন। তার পরেই একটি প্রাণের সৃষ্টি করবেন অনু্ষ্কা। প্রাণের উদযাপন করলেন একটি ফটোশ্যুটের মাধ্যমে।
বেবি বাম্প নিয়ে কখনও ক্যামেরার আড়ালে থাকেননি বলিউডের এই নায়িকা। বিভিন্ন কমার্শিয়ালে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় তিনি। তাঁর শরীরে ধীরে ধীরে প্রাণের প্রস্ফুটনের সাক্ষী গোটা দেশ। আর একেবারে শেষ মুহূর্তে এসে, থুড়ি নতুন শুরুর প্রাকমুহূর্তে এসে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের জন্য ছবি তুললেন অভিনেত্রী।
ছবিটি পোস্ট করলেন অনুষ্কা। হালকা গোলাপি রঙের লম্বা কার্ডিগানের মাঝে প্রথম সন্তানের আভাস স্পষ্ট। বুক ঢাকা রয়েছে একই রঙের কাপড়ে। নীচে সেই রঙেরই লম্বা লিনেন পাজামা। ছবির উপর বড় বড় করে লেখা, ‘নতুন সূচনা অনুষ্কা শর্মা’। ক্যাপশনে লিখলেন, ‘কেবল নিজের জন্য তোলা। কেবল প্রাণের জন্য তোলা। খুব ভাল লাগল।’ নীচে পর পর কৃতিত্ব জানিয়েছেন ফটোগ্রাফার, স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট সহ প্রত্যেক জন শিল্পীকে।