ধর্ম আগে, না জীবন? একুশ শতকেও এই প্রশ্নের উত্তর নেই। প্রত্যন্ত গ্রাম থেকে ঝাঁ- চকচকে শহরবাসী— এখনও রিল দেখে অনায়াসে ‘নজর-দোষ’ কাটাতে তেজপাতা, শুকনো লঙ্কা পোড়ান! এই বিশ্বাস যখন অন্ধবিশ্বাসে পরিণত হয়? নরবলিতেও নাকি আপত্তি থাকে না অনেকের! এই একুশ শতকেও! যেমন, প্রত্যন্ত এক গ্রামে চড়ক উৎসবে দুই মানবশিশু উধাও! তার পরে জানা যায়, বলি দেওয়া হয়েছে তাদের। সেই গল্পই দেখাতে চলেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। তাঁর হিন্দি ছবি ‘চড়ক’-এ। পটভূমিকায় সঞ্জয় হালদারের একটি গল্প। প্রযোজনায় ‘দ্য কেরালা স্টোরি’-খ্যাত পরিচালক সুদীপ্ত সেন।
এক প্রত্যন্ত গ্রামে চড়কের প্রস্তুতি শুরু। গ্রামবাসীরা প্রতি বছরের মতো উদ্যাপনের তোড়জোড়ে ব্যস্ত। চড়ক সন্ন্যাসীরা উপবাস, মহাদেবের আরাধনার মধ্যে গিয়ে নির্দিষ্ট দিনের জন্য নিজেদের তৈরি করছেন। এমন সময় গ্রামের দুই শিশু উধাও! কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে যখন তাঁদের খোঁজ মিলল, তারা মৃত। সেই অঞ্চলের বিশ্বাস, নির্দিষ্ট বয়সের মানবশিশু বলি দিলে নাকি প্রচুর ধনসম্পদ লাভ করা যায়। সেই লোভেই এক জন শিশু বলি দিয়েছে! এমনই এক গা শিউরে ওঠার মতো ঘটনা দেখা যাবে শিলাদিত্যের দ্বিতীয় হিন্দি ছবিতে। পুরুলিয়া, ঝাড়খণ্ড-সহ একাধিক জায়গায় সদ্য যার শুটিং শেষ হয়েছে। জোরকদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। বলিউড এবং টলিউডের পোড়খাওয়া একদল অভিনেতা ছবিতে রয়েছেন। যেমন, বলিউড থেকে রয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’-খ্যাত শাহিদুর রহমান, ‘মির্জ়াপুর’-খ্যাত শশিভূষণ, ‘নিউটন’-খ্যাত অঞ্জলি পাটিল প্রমুখ। টলিউড থেকে রয়েছেন সুব্রত দত্ত, শ্রেয়া ভট্টাচার্য, কৌশিক কর, প্রসূন গায়েন।

চড়ক ছবিতে সুব্রত দত্ত। ছবি: সংগৃহীত।
হঠাৎ কেন ধর্ম, অন্ধবিশ্বাস নিয়ে ছবি? দেশবাসীকে সজাগ করার চেষ্টা! কোনও বিশেষ কারণ?
আরও পড়ুন:
আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল পরিচালকের কাছে। শিলাদিত্যের কথায়, “প্রযোজক সুদীপ্ত বিষয়টি জানিয়েছিলেন। কাজে নেমে দেখলাম, ভীষণ ইন্টারেস্টিং। এখনও দেশবাসী অন্ধবিশ্বাসে ডুবে থাকলে দেশ এগোবে কবে? এই ভাবনা থেকেই ছবিটি তৈরি করেছি।” ছবিটি শীঘ্রই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। তার পর মুক্তি পাবে কলকাতা-সহ সারা দেশে।