সপরিবারে কিং খান।
গণেশ চতুর্থী থেকে ইদ...‘মন্নত’এর অন্দরে পালন করা হয় একাধিক ধর্মের অনুষ্ঠান। জন্মসূত্রে শাহরুখ মুসলিম, কিন্তু তাঁর স্ত্রী গৌরি হিন্দু। ভালবেসেই বিয়ে করেছিলেন তাঁরা। ধর্ম কখনও তাঁদের প্রেমের মাঝে বাধা হয়নি। কিন্তু তাঁদের সন্তানেরা? আরিয়ান, সুহানা এবং আব্রামদের ধর্ম কী? সম্প্রতি এক রিয়েলিটি শো-তে এসে শাহরুখ বলেন, “আমার স্ত্রী হিন্দু। আমি মুসলমান। কিন্তু আমার সন্তানেরা ভারতীয়। ওদের একটাই পরিচয়।”
তাহলে স্কুল-কলেজের বিভিন্ন ফর্মে ‘রিলিজিয়ন’-এর জায়গায় কী লেখেন ছেলেমেয়েরা? শাহরুখের বক্তব্য, “ছোটবেলায় সুহানা আমায় একবার জিজ্ঞাসা করেছিল, ‘পাপা আমরা কোন ধর্মের?’ আমি ওদের বলি, আমরা ইন্ডিয়ান সুহানা। কোনও বিশেষ ধর্মের নয়। হতেও চাই না।”শাহরুখের ওই কথা শোনার পরেই দর্শকাসনে হাততালির ঝড় ওঠে।
গত বছর দীপাবলিতে পরিবারের সঙ্গে এক তিলক পরা ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়েছিলেন শাহরুখ। সে সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন শাবানা আজমি। শাবানা বলেছিলেন, “শুনলাম কপালে তিলক পরার জন্য নাকি অপমানিত হতে হচ্ছে শাহরুখকে। যে সমস্ত মানুষ এ সব করছেন, দয়া করে নিজের চরকায় তেল দিন। ইসলাম ধর্ম এতটাও সঙ্কীর্ণ নয় যে ভারতীয় রীতিনীতি পালন করা যাবে না। গঙ্গা, যমুনা এবং তেহজিবের মধ্যেই ভারতের সৌন্দর্য লুকিয়ে রয়েছে।”
আরও পড়ুন-মধ্যরাতে জন্ম নিল নুসরত-নিখিলের ‘সন্তান’
দেখুন শাহরুখ কী বলেছেন
My wife is Hindu, I am a Muslim and my kids are Hindustan. My daughter was asked the religion in school form, I told her we are Indians 🇮🇳 ❤️ - The pride of India Shah Rukh Khan. #RepublicDayIndia #RepublicDay2020 pic.twitter.com/Qk95xxLT3j
— Neel Joshi (@neeljoshiii) January 25, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy