Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Sara Ali Khan

কার্তিক পর্ব অতীত, এ বার কোন প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে গেলেন সারা আলি খান?

এ বার একই পরিবারের দুই ছেলের সঙ্গে প্রেম করছেন জাহ্নবী ও সারা। সইফ-কন্যার সমাজমাধ্যমের পাতায় মিলল সেই ঝলক।

Sara Ali khan and Veer Pahariya dating again viral their vacation pictutre

সারা আলি খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ১৮:৩৬
Share: Save:

বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় দুই নায়িকা তাঁরা। অভিনেত্রী হিসাবে রুপোলি পর্দায় পা রেখেছেন মোটামুটি একই সময়ে। জনপ্রিয়তার নিরিখেও কেউই কারও থেকে কম যান না। তবে বলিউডে সাফল্য অর্জন করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে রেষারেষির রাস্তায় হাঁটতে চান না তাঁরা। কেন? কারণ, তাঁরা নাকি একে অপরের খুব ভাল বন্ধু! সারা আলি খান ও জাহ্নবী কপূর। বলিউডের দুই তাবড় পরিবারের সন্তান তাঁরা। এ বার একই পরিবারের দুই ছেলের সঙ্গে প্রেম করছেন তাঁরা। জাহ্নবী ও শিখর পাহাড়িয়ার প্রেমের চর্চা এখন সর্বজনবিদিত। প্রেমিকের নামাঙ্কিত হার গালায় পরে ঘুরেছেন আজকাল। এ বার শিখরের ছোট ভাই বীরের সঙ্গে লন্ডনে সারা!

Sara Ali khan and Veer Pahariya dating again viral their vacation pictutre

ছবি: সংগৃহীত।

বীর পাহাড়িয়া হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে। খুব শীঘ্রই বড় পর্দায় অভিষেক ঘটবে তাঁর, এমনটাই গুঞ্জন। এ দিকে পর্দায় পা দেওয়ার পর সুশান্ত সিংহ রাজপুত থেকে কার্তিক আরিয়ানের সঙ্গে সারার প্রেমের খবর নিয়ে কম চর্চা হয়নি। আবার কার্তিকের সঙ্গে এক সময় জাহ্নবীরও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে, বীরের সঙ্গে সারার ঘনিষ্ঠতা নতুন নয়। ২০২০ সালে সারা একপ্রকার স্বীকার করেই নিয়েছিলেন যে, তিনি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন। এমনকি, ‘কফি উইথ কর্ণ’ শোয়ে এসেও সে ব্যপারে উল্লেখ করেন। যদিও মাঝে শোনা গিয়েছিল, তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। তবে, সম্প্রতি বীরের সঙ্গে সারার লন্ডন ভ্রমণের ছবি দেখে ফের গুঞ্জন শুরু হয়েছে। তা হলে দুই অভিনেত্রী, দুই ঘনিষ্ঠ বান্ধবী কি ভবিষ্যতে দুই জা হতে চলেছেন?

অন্য বিষয়গুলি:

Sara Ali Khan Kartik Aaryan Janhvi Kapoor Shikhar Pahariya Shubman Gill
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy