Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Rajinikanth

রজনীকান্তের নতুন দল শীঘ্রই? জল্পনা তুঙ্গে

দেশের সুপারস্টার রজনীকান্ত যে রাজনৈতিক জগতে প্রবেশ করতে ইচ্ছুক, ২০১৭-র ডিসেম্বরে প্রথম বার সে কথা তিনি দেশবাসীকে জানিয়েছিলেন।

দল ঘোষণা করতে পারেন সুপারস্টার রজনীকান্ত! ছবি পিটিআইয়ের।

দল ঘোষণা করতে পারেন সুপারস্টার রজনীকান্ত! ছবি পিটিআইয়ের।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৬:২৪
Share: Save:

দল ঘোষণা করতে পারেন সুপারস্টার রজনীকান্ত! এই জল্পনায় এখন মগ্ন তাঁর ভক্ত ও অনুগামীরা।

সোমবার ‘রজনী মক্কল মন্দ্রম’ সংগঠনের আধিকারিকদের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করলেন তিনি। তার পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের জানালেন, ‘‘আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের বিষয়ে খুব তাড়াতাড়িই আপনাদের জানাব। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, জেলা সম্পাদকেরা জানিয়েছেন, আমি যা-ই সিদ্ধান্ত নিই না কেন, তাঁদের কোনও আপত্তি নেই।’’

গত মাসে রজনীকান্তের নাম দেওয়া একটি চিঠি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে উল্লেখ করা হয়েছিল, তাঁর শরীর খারাপ। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি রাজনৈতিক জগতে পা রাখতে পারবেন না। চিঠিটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পর রজনীকান্ত নিজে টুইটারে পোস্ট করে চিঠির মালিকানা অস্বীকার করেন। লেখেন, ‘যে চিঠি আমার নামে নেটে ঘুরে বেড়াচ্ছে, সেটা আদৌ আমার নয়। কিন্তু হ্যাঁ, চিঠির একটি বক্তব্য সত্যি। আমার শরীর খারাপ বলে চিকিৎসকেরা আমাকে রাজনৈতিক জগতে প্রবেশ না করার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি আমার রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে কেবলমাত্র আমার সংগঠনের সঙ্গে কথা বলব। সময়মতো সে বিষয়ে ঘোষণা করব।’

আরও পড়ুন: বিগ বসের ঘরে না গেলে ডিভোর্স হয়ে যেত এই দম্পতির

দেশের সুপারস্টার রজনীকান্ত যে রাজনৈতিক জগতে প্রবেশ করতে ইচ্ছুক, ২০১৭-র ডিসেম্বরে প্রথম বার সে কথা তিনি দেশবাসীকে জানিয়েছিলেন। সঙ্গে আঁচও দিয়েছিলেন যে নিজের নতুন রাজনৈতিক দল স্থাপন করতে পারেন তিনি। এমনকি একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন তিনি, যাতে তাঁর ফ্যানক্লাবের সদস্যরা সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। অনেকেরই ধারণা, তাঁর সংগঠন ‘রজনী মক্কল মন্দ্রম’-এর নামেই তাঁর রাজনৈতিক দলটি তৈরি হবে। যদিও সেই তথ্যের কোনও ভিত্তি আপাতত নেই।

আরও পড়ুন: হৃতিক রোশন-আদিত্য পাঞ্চোলিকে উদার মনের মানুষ বললেন কঙ্গনা!

অন্য বিষয়গুলি:

Rajinikanth Political Party Tamilnadu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE