মোদীর প্রশংসা পেয়ে কী করলেন একতা? ছবি: সংগৃহীত।
স্বরাষ্ট্রমন্ত্রী আগেই প্রশংসা করেছিলেন। খোদ সংসদ ভবনের প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখে প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। ‘দ্য সবরমতী রিপোর্ট’ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার মধ্যেও সাফল্যের পাল্লাই ভারী বলে মনে করছেন নির্মাতা একতা কপূর। তাই উদ্যাপনে মেতেছেন তিনি। এ বার সোজা তিনি উপস্থিত হলেন পুরীর জগন্নাথ মন্দিরে।
২০০২ সালের গোধরাকাণ্ডের প্রেক্ষাপটে তৈরি ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’। মুক্তির আগেই এ ছবি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ছবিতে এক পক্ষের তথ্য তুলে ধরা হবে না তো, আশঙ্কা ছিল অনেকের। তবে একতা নিজেই জানিয়েছিলেন, যথেষ্ট গবেষণা করেই ছবি তৈরি করা হয়েছে। রাজনৈতিক বিষয় প্রশ্ন করা হলে তার উত্তর দিয়েছিলেন নায়ক বিক্রান্ত মাসেও। তার পরই তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগও করেন। ঘটনাচক্রে এ ছবি মুক্তির পরেই বিক্রান্ত কর্মবিরতি ঘোষণা করেছেন। যদিও কাজের প্রশংসা তিনি পেয়েছেন প্রধানমন্ত্রীর তরফে।
ছবির সাফল্য উদ্যাপন করতে সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন একতা কপূর। সমাজমাধ্যমে নিজেই ছবি পোস্ট করেন প্রযোজক। পুজো দিয়ে কপালে তিলক কাটেন একতা। ক্যাপশনে লেখেন, “জয় গোবিন্দ।”
চলতি বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বার বার উঠে এসেছে জগন্নাথের নাম। এ বার লোকসভা নির্বাচনে প্রত্যাশা ছাপিয়ে ওড়িশায় ভাল ফল করেছে বিজেপি। এমনকি বিধানসভা ভোটেও বিজু জনতা দলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। দীর্ঘ ২৪ বছর পর নবীন পট্টনায়ককে সরিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন বিজেপির মোহনচরণ মাঝি। আর তার পরই নরেন্দ্র মোদীর মুখে ‘জয় শ্রীরাম’-এর বদলে শোনা গিয়েছিল ‘জয় জগন্নাথ’ ধ্বনি। এ নিয়ে সমালোচক মহলে আলোচনাও হয়েছিল বিস্তর। এ বার গোধরাকাণ্ড নিয়ে নির্মিত ছবির সাফল্য উদ্যাপন নিয়ে একতা হাজির হলেন সেই জগন্নাথেরই মন্দিরে।
‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিতে বিক্রান্তকে দেখা গিয়েছে এক সাংবাদিকের চরিত্রে। ছবি দেখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “শত চেষ্টা করলেও সত্যকে কখনও অন্ধকারে চাপা দিয়ে রাখা যায় না। ‘দ্য সবরমতী রিপোর্ট’ একটা তৈরি হওয়া ধারণাকে ভেঙেছে সাহসের সঙ্গে। বহু সত্য প্রকাশ্যে আনা হয়েছে এই ছবির মাধ্যমে।”
এই ছবিতে অভিনয় করায় বিক্রান্তের দিকেও নানা প্রশ্ন উঠেছিল। বিভিন্ন ক্ষেত্রে তিনি পদ্মশিবিরের বিরোধিতা করেছেন। কিন্তু এই ছবিতে অভিনয় করার পরেই নেটাগরিক প্রশ্ন তোলেন, তা হলে কি এ বার খানিক দক্ষিণপন্থী মনোভাবের সমর্থক হয়ে উঠছেন অভিনেতা? এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, গত কয়েক বছরে তাঁর মধ্যে নানা বিবর্তন এসেছে। বেশ কিছু বিষয়ে নিজের মতামত বদলেছেনও। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে এই পরিবর্তন এসেছে বলে দাবি বিক্রান্তের। তবে তিনি মানুষ হিসাবে এখনও উদারপন্থীই রয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy