নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক নাকি প্রীতি জ়িন্টার ১৮ কোটি টাকার ঋণ মকুব করেছে। তা-ও আবার বিজেপির কারণে। ‘কংগ্রেস কেরালা’ নামে এক এক্স হ্যান্ডেল থেকে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়। প্রীতির নেওয়া এই বিশাল পরিমাণ ঋণের কারণে ভেঙে পড়েছে ব্যাঙ্কের অবস্থা। রাস্তায় নেমেছেন আমানতকারীরা। অভিযোগ, প্রীতি এই বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন, কারণ বিজেপি তাঁর সমাজমাধ্যমের পাতা নিয়ন্ত্রণ করে। এ প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন:
দিন দুয়েক আগে মহাকুম্ভে ডুব দেন প্রীতি। বিদেশি নাগরিককে বিয়ে করার পর লস অ্যাঞ্জেলসে সংসার পেতেছেন অভিনেত্রী। যদিও দেশে আসা-যাওয়া লেগেই রয়েছে তাঁর। এ বার তাঁর নামে এমন অভিযোগ তোলার জন্য ‘কংগ্রেস কেরালা’ পেজটির সমালোচনা করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘‘না, আমার সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলি আমি নিজেই পরিচালনা করি, ভুয়ো খবর প্রচার করতে আপনাদের লজ্জা করে না! কেউ আমার জন্য কোনও ঋণ অনুমোদন করেনি। আমি হতবাক যে, একটি রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি আমার নাম এবং ছবি ব্যবহার করে ভুয়ো খবর প্রচার করছে এবং এটি জঘন্য রটনা।’’
যদিও ১০ বছর আগে অভিনেত্রী একটি ঋণ নিয়েছিলেন। তাঁর দাবি, তিনি সেটি যথাসময়ে শোধ করে দিয়েছেন। প্রীতির কথায়, ‘‘বলে রাখি ১০ বছর কিংবা তারও আগে একটি ঋণ নেওয়া হয়েছিল এবং সেটি সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এবং ভবিষ্যতে কোনও ভুল বোঝাবুঝি হবে না।’’