শিল্পা শেট্টি কুন্দ্রা এবং রাজ কুন্দ্রা।
পর্ন-কাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরেই সন্দেহের অভিমুখ ঘুরে গিয়েছিল তাঁর স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার দিকে। তদন্তে নেমে এখনও পর্যন্ত শিল্পার বিরুদ্ধে কোনও রকম তথ্য প্রমাণ পায়নি মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, আপাতত তাই জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হবে না অভিনেত্রীকে।
রাজ কুন্দ্রার ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর ডিরেক্টর মধ্যে শিল্পা একজন। কিন্তু তদন্ত চলছে শুধুমাত্র ‘কেনরিন’ নামে একটি সংস্থা নিয়ে। এটি ব্রিটেনের একটি সংস্থা এবং একই সঙ্গে ‘হটশটস অ্যাপ’ (যে অ্যাপে রাজের তৈরি ভিডিয়োগুলি দেখানো হত)-এর মালিকানাও এই সংস্থারই হাতে।
‘কেনরিন’ রাজের ভগ্নীপতি প্রদীপ বক্সির সংস্থা। পর্ন-কাণ্ডে ‘কেনরিন’ সরাসরি ভাবে জড়িত বলে অভিযোগ। জানা গিয়েছে, খাতায়-কলমে ‘হটশটস’ অ্যাপটির মালিকও প্রদীপ। মুম্বই পুলিশের জয়েন্ট কমিশনার বলেছিলেন, “কোম্পানিটি যদিও লন্ডনের, কিন্তু ভিডিয়ো তৈরি থেকে হিসাবরক্ষণ— সবই হয়েছে ভিয়ান ইন্ডাস্ট্রির মাধ্যমে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy