Advertisement
১১ জানুয়ারি ২০২৫
Naga Chaitanya-Sobhita Dhulipala

ছেলের বিয়ের ছবি দিয়ে বাবার কথা মনে করিয়ে দিলেন নাগার্জুন, পরিবারে স্বাগত জানালেন নববধূকে

বিবাহবিচ্ছেদের পরই অসুস্থ হয়ে পড়েছিলেন সামান্থা। তা নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে। সামান্থার জন্য দুশ্চিন্তা প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। দীর্ঘ টানাপড়েনের পর চার হাত এক হয়েছে নাগা-শোভিতার।

Nagarjuna akkineni pens note in social media after Naga chaitanya-sobhita dhulipalas wedding

(বাঁ দিকে) নব দম্পতির সঙ্গে নাগার্জুন আক্কিনেনি। বিবাহমণ্ডপে নব বর-বধূর সঙ্গেই দেখা যাচ্ছে আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের মূর্তি (ডান দিকে) ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১১:৫১
Share: Save:

আক্কিনেনি পরিবারে স্বাগত শোভিতা। ছেলের বিয়ের পরই এক্স হ্যান্ডলে এক আবেগি পোস্ট করে নববধূকে সম্ভাষণ করেছেন নাগার্জুন আক্কিনেনি।

দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটেছে বুধবার রাতে। দক্ষিণী তারকা শোভিতা ধুলিপালার গলায় পবিত্র মঙ্গলসূত্র বেঁধে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নাগা চৈতন্য। ওই রাতে বর-বধূর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় আলোচনা। রাত পৌনে ১০টা নাগাদ এক্স হ্যান্ডলে শোভিতার শ্বশুরমশাই নাগার্জুন লেখেন, “শোভিতা আর নাগার জীবনে এক সুন্দর অধ্যায়ের সূচনা হতে দেখে আমার মন ভরে গিয়েছে। আমার প্রিয় চে-কে শুভেচ্ছা জানাই, আর প্রিয় শোভিতাকে আমাদের পরিবারে স্বাগত— তোমরা ইতিমধ্যেই আমাদের জীবন খুশিতে ভরে দিয়েছ।”

নাগার এটি দ্বিতীয় বিবাহ। এর আগে ২০১৭ সালে তিনি বিয়ে করেছিলেন আর এক দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুকে। চার বছরের দাম্পত্যে থাকাকালীনই নাকি নাগা সম্পর্কে জড়িয়েছিলেন শোভিতার সঙ্গে। কিন্তু দীর্ঘ দিন তা স্বীকার করেননি। এ দিকে বিবাহবিচ্ছেদের পরই অসুস্থ হয়ে পড়েছিলেন সামান্থা।

গত অগস্ট থেকেই বিয়ের তোড়জোড় চলছে। কী ভাবে বিয়ে করবেন দক্ষিণের তারকা জুটি তা নিয়ে জল্পনার অন্ত ছিল না। শেষ পর্যন্ত নাগা জানান, তাঁরা পারিবারিক ঐতিহ্য মেনে বিয়ে করতে চান। সেই মতোই বিয়ে রয়েছে আক্কিনেনি পরিবারের স্টুডিয়ো অন্নপূর্ণায়।

এ প্রসঙ্গে নাগার্জুন লিখেছেন, “এএনআর মহাশয়ের মূর্তির পাদদেশে এই বিবাহ অনুষ্ঠান হল, এতে যেন এই বিবাহ আরও গভীরতা পেল। এ বছর তাঁর জন্মশতবর্ষ উপলক্ষেই ওই মূর্তি স্থাপন করা হয়েছে। মনে হচ্ছে যেন তাঁরই ভালবাসা এবং নেতৃত্ব আমাদের সফরের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে রয়েছে।”

অন্য বিষয়গুলি:

Celebrity Marriage South Indian Actor Akkineni Nagarjuna Naga Chaitanya Sobhita Dhulipala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy