Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Indoo Ki Jawani

কমেডিই এ ছবির ট্র্যাজেডি

যৌন আবেদন ও কমেডিকে ভিত্তি করে ছবি তৈরি করেছেন পরিচালক। তার মধ্যে গুঁজে দিয়েছেন পলাতক সন্ত্রাসবাদীর রহস্য।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নবনীতা দত্ত
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০০:০৭
Share: Save:

ইন্দু কী জওয়ানি
পরিচালনা: আবির সেনগুপ্ত
অভিনয়: কিয়ারা, আদিত্য, মল্লিকা, ইকবাল

৫/১০

যৌন আবেদন ও কমেডিকে ভিত্তি করে ছবি তৈরি করেছেন পরিচালক। তার মধ্যে গুঁজে দিয়েছেন পলাতক সন্ত্রাসবাদীর রহস্য। কিন্তু সেই গল্প বুনতে গিয়ে তিনি যে যে উপাদান ব্যবহার করেছেন, প্রশ্ন রয়ে যায় তার গুণগত মান নিয়ে।

গল্প শুরু দিল্লি-গাজ়িয়াবাদের হাইওয়ে থেকে। একটি গাড়িতে দুই সন্ত্রাসবাদী চেকপোস্টে পুলিশকে গুলি করে পালায়। একজন ধরা পড়লেও দ্বিতীয় জন নিখোঁজ। শহরে ছড়িয়ে যায় সে খবর। এ দিকে গাজ়িয়াবাদের এক কলোনিতে ইন্দিরা (কিয়ারা আডবাণী) ওরফে ইন্দুর শরীরী আবেদনে মূর্ছা যায় পাড়ার হাফপ্যান্ট পড়ুয়া থেকে ফুলপ্যান্ট কাকুরা। ইন্দুর প্রেমিকও চায় শারীরিক সম্পর্ক স্থাপন করতে। কিন্তু ইচ্ছে থাকলেও যৌন সম্পর্কে ভয় পায় ইন্দু। বেস্ট ফ্রেন্ড সোনালের (মল্লিকা দুয়া) পরামর্শে ইন্দু পৌঁছয় প্রেমিকের বাড়িতে। অন্য মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়ে তার প্রেমিক। সম্পর্কে ইতি। বিরহবেদনা কমাতে ডেটিং অ্যাপ থেকে ইন্দু বাড়িতে ডাকে সমরকে (আদিত্য সিয়াল)। কিন্তু তার বাড়ির ঠিকানা পাকিস্তান জানতে পেরে আঁতকে ওঠে ইন্দু। সমরই কি সেই পলাতক সন্ত্রাসবাদী? টুইস্ট শুরু...

প্রয়োজনীয় সব মশলাই গল্পে রেখেছেন পরিচালক। উগ্রপন্থীর টুইস্টও ভাল। কিন্তু ছবির কমেডিই হয়ে দাঁড়ায় ট্র্যাজেডি কারণ। মজার দৃশ্যে বা সংলাপে হাসি তো পায়ই না, বরং বিরক্তির উদ্রেক হয়। ‘মেরা দেশ মহান’ ধরনের ভারত-পাকিস্তান ডিবেটে সে বিরক্তির পারদ আরও খানিক বেড়ে যায়। চেহারা নিয়ে মোটা দাগের কমেডি ধৈর্যচ্যুতি ঘটায়।

তবে ছবির নাম সার্থক করেছে কিয়ারার লাস্য। ‘সাওয়ন মে লাগ গয়ি আগ’-এর রিমেক-সহ পুরো ছবিতে কিয়ারার উপস্থিতি উজ্জ্বল। আদিত্য সিয়ালও বেশ সুদর্শন। কিন্তু ওই পর্যন্তই। মুখ্য জুটির কোনও রসায়নই তৈরি হয় না সে ভাবে। যেন মুখস্থ সংলাপ আউড়ে গেলেন আদিত্য আর অর্থহীন সংলাপে দর্শক হাসানোর ব্যর্থ চেষ্টা করে গেলেন কিয়ারা।

বরং বড় পর্দায় ক্ষণিকের উপস্থিতিতে ভাল লাগল ইকবাল খানকে। সোনালের চরিত্রে বেশ সাবলীল অভিনয় করেছেন মল্লিকা। ছবির শুরুতে যে কমিক স্ট্রিপের ব্যবহার রয়েছে, তা-ও দৃষ্টিনন্দন। আর গাজ়িয়াবাদকেও ভাল ধরেছেন ক্যামেরায়।

সেক্স কমেডি বানাতে গেলে যে মুনশিয়ানার প্রয়োজন, তা দর্শাতে পারেননি পরিচালক। বিশেষ করে ওয়েবের সাম্রাজ্যে এমন ছবি এখন দর্শকের হাতের মুঠোয়। সেখানে এ ছবির সংলাপে ও চিত্রায়ণে আরও যত্নের প্রয়োজন ছিল বইকি! তবে মন্দার বাজারে এই ছবি হল রিলিজ় করে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন নির্মাতারা, তাতে সত্যিই অবাক হতে হয়।

অন্য বিষয়গুলি:

Indoo Ki Jawani Movie Review Kiara Advani Aditya Seal Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy