‘২০১৮: এভরিওয়ান ইজ় আ হিরো’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত।
চলতি বছরে অস্কারের মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছে দক্ষিণী ছবি ‘আরআরআর’। একাধিক মনোনয়নের পাশাপাশি গত মার্চ মাসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপা অর্জন করেছে ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি। বিশ্বমঞ্চে এমন সাফল্যের পর আগামী বছরের অস্কারের জন্য তোড়জোড় শুরু হয়েছিল আগেই। ২০২৪ সালের অস্কারের জন্য ভারতের তরফে চূড়ান্ত হল ‘অফিশিয়াল এন্ট্রি’। এ বারের সেই জায়গা ছিনিয়ে নিল দক্ষিণী এক ছবি। ভারতের তরফে আগামী বছরের অস্কারের জন্য পাঠানো হচ্ছে কন্নড় পরিচালক গিরীশ কসরবল্লির ‘২০১৮: এভরিওয়ান ইজ় আ হিরো’ ছবিটি।
২০১৮ সালে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল ভারতের দক্ষিণী রাজ্য কেরল। অগস্টের মাঝামাঝি সময় থেকে বন্যার তোড় বাড়তে থাকে সে রাজ্যে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কেরলের ওই ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছিল ৪৮৩ জনের বেশি নাগরিকের, নিখোঁজ ছিলেন ১৫ জন। ওই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে বাঁধা ‘২০১৮’ ছবির চিত্রনাট্য। বিপদের সময় কী ভাবে মানুষই মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তা ওই ছবির মাধ্যমে তুলে ধরেছিলেন পরিচালক। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মালয়ালম অভিনেতা টোবিনো থমাস। বক্স অফিস সাফল্যের পাশাপাশি দর্শক ও সমালোচকের প্রশংসাও অর্জন করেছিল ‘২০১৮’।
২০২৪ সালের অস্কারের জন্য কোন কোন ছবি পাঠানো হবে, সেই সিদ্ধান্ত নিতে চলতি মাসের প্রথম দিক থেকেই কোমর বেঁধে নেমেছিল ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। সম্ভাব্য ছবির তালিকায় উপরের দিকে নাম ছিল বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’-র। দৌড়ে ছিল আর বাল্কির ‘ঘুমর’, এমনকি কর্ণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-ও। ‘জওয়ান’-এর অনবদ্য বক্স অফিস সাফল্য ও জনপ্রিয়তার কথা মাথায় রেখে সেই ছবিকেও অস্কারে দৌড়ে পাঠানোর উৎসাহ পেয়েছিলেন পরিচালক অ্যাটলি। তবে সব ছবিকে পিছনে ফেলে আগামী বছরের অস্কারের জন্য দৌড়ে টিকে রইল ‘২০১৮’। গত বছর দেশের তরফে অস্কারের প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল প্যান নলিন পরিচালিত গুজরাতি ছবি ‘চেলো শো’ তথা ‘দ্য লাস্ট ফিল্ম শো’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy