কুছ কুছ হোতা হ্যায় ছবির সেই ছোট্ট সর্দারজিকে মনে আছে! সিনেমা জুড়ে আকাশের দিকে তাকিয়ে শুধুই তারা গুণে যায় যে।
ক্লাইম্যাক্সে ছবির নায়ক-নায়িকা রাহুল আর অঞ্জলির (অভিনয়ে শাহরুখ-কাজল) ছাড়াছাড়ির মুহূর্তে যার একমাত্র সংলাপ ‘তুসি যা রহে হো... তুসি না যাও!’ আজও চোখে জল আনে দর্শকদের, সেই ছোট্ট সর্দারজি পারজান দস্তুরের বিয়ে।
বান্ধবী ডেলনা শ্রফের সঙ্গে সদ্য মিটেছে তাঁর বাগদান পর্ব। সব ঠিক ঠাক চললে বছরের শুরুতেই চারহাত এক হবে তাঁদের।
যদিও ইন্টারনেটে খবরটা ছড়িয়েছিল অন্যভাবে। বান্ধবীর সঙ্গে পারজানের বাগদানের ছবি দেখে সবাই ভেবে নিয়েছিল বিয়ে হয়েই গিয়েছে পারজানের।
কিছুদিন আগেই সমুদ্র সৈকতে বান্ধবী ডেলনার সামনে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেওয়ার ছবি দিয়েছিলেন পারজান। তার পর যখন সমাজ মাধ্যমে ট্র্যাডিশনাল পার্সি সাজে মালা পরে পারজান আর ডেলনার ছবি সামনে এল, সবাই ভেবেছিল বিয়ে হয়ে গিয়েছে পরজানের। সংবাদ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর। আসতে শুরু করে শুভেচ্ছা।