আমির খানের সঙ্গে কিরণ রাওয়ের বিয়ে বলিউডে চর্চিত বিষয়। ২০০৫ সালে দু’জনের বিয়ে হয়। ‘লগান’ ছবির সেটে আমিরের সঙ্গে কিরণের প্রথম আলাপ। তার পর প্রেম। সেই সময় এই বিয়ের খবরে ইন্ডাস্ট্রিতে অনেকেই অবাক হয়েছিলেন। আমিরকে বিয়ের সিদ্ধান্ত বাড়িতে জানানোর পর অবাক হয়েছিলেন কিরণের বাবা-মা।
সম্প্রতি এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে কিরণ মন খুলে কথা বলেছেন। ‘লাপতা লেডিজ়’ ছবির পরিচালক জানান, আমিরকে বিয়ের সিদ্ধান্ত জানানোর পর তাঁর মা-বাবা খুব অবাক হন। কিরণ বলেন, ‘‘ওঁরা খুবই অবাক হয়েছিলেন। ভেবেছিলেন যে বিয়ের পর আমিরের ব্যক্তিত্বের ছায়ায় আমি হয়তো ঢাকা পড়ে যাব।’’
আরও পড়ুন:
কিরণ জানান, শুরুতে বাবা-মায়ের মতো তিনিও ভেবেছিলেন যে আমিরের ছায়ায় তিনি ঢাকা পড়ে যাবেন। কিন্তু আমিরের সমর্থন, তাঁকে সে রকম কিছু অনুভব করতে দেয়নি। কিরণ বলেন, ‘‘আমির কিন্তু কোনও দিন আমাকে কী করতে হবে সেটা বলে দেয়নি। সব সময় আমাকে আমার মতোই থাকার পরামর্শ দিয়েছে। আমাদের সম্পর্কের এটাই অন্যতম ভাল দিক।’’
২০২১ সালে দাম্পত্যে ইতি টানেন আমির-কিরণ। কিন্তু তার পরেও তাঁরা যৌথ ভাবেই সন্তান আজ়াদকে বড় করে তুলছেন। এমনকি তাঁরা একসঙ্গে কাজও করেন। কিরণ বলেন, ‘‘যা-ই হোক না কেন, আমরা সব সময়েই একে অপরের পাশে থাকব।’’