হতে পারেন তিনি দেশের অন্যতম সেরা কমেডিয়ান। তবু শান্তি নেই কপিল শর্মার জীবনেও!
বিবাহবার্ষিকীর দিনও মুখে মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে তাঁকে। কাজ তো আছেই! কিন্তু ও দিকে যদি স্ত্রী চটে যান? তাই আগেভাগেই বাধ্য ছেলের মতো ক্ষমা চেয়ে নিলেন। ইনস্টগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লিখলেন, ‘সরি বেবি। বিবাহবার্ষিকীর দিনেও আমাকে কাজ করতে হচ্ছে, কিন্তু উপহার দিতে গেলে উপার্জনও তো করতে হবে। শুভ বিবাহবার্ষিকী, আমার ভালবাসা। সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে।’
কপিলের শুভানুধ্যায়ীরা ইতিমধ্যেই তাঁর এই পোস্টে লাইক, কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। ক্রিকেটার হরভজন সিংহও শুভেচ্ছা জানিয়েছেন কপিল এবং তাঁর স্ত্রী গিন্নিকে।
কলেজে একসঙ্গে পড়াকালীন গিন্নি চাতরাথের সঙ্গে আলাপ কপিলের। শুরু থেকেই গিন্নিকে ভাল লেগে যায় তাঁর। ভাললাগা ভালবাসায় পরিণত হতে সময় নেয়নি খুব বেশি। তার পর যদিও কাজের সূত্রে আলাদা জায়গায় চলে যেতে হয় দু’জনকেই। অবশেষে ২০১৮-র ১২ ডিসেম্বর জলন্ধরে সাত পাকে বাধা পড়েন কপিল এবং গিন্নি।
২০১৯-এর ডিসেম্বরে দুই থেকে তিন হন তাঁরা। পরিবারে আসে তাঁদের মেয়ে আনায়রা।
গুঞ্জন শোনা যাচ্ছে, ফের খুশির জোয়ারে ভাসতে চলেছে কপিল শর্মার পরিবার। দ্বিতীয় বারের জন্য বাবা হবেন বলিউডের প্রথম সারির কমেডিয়ান। যদিও এ বিষয়ে কপিল এখনও স্পিকটি নট।
আরও পড়ুন: ৫১ বছর পরে রহস্য সমাধানের হদিশ, পরিচালক কি তুলবেন ‘অসমাপ্ত’ ছবির উপসংহার
আরও পড়ুন: দিব্যা ভাটনগরের বিস্ফোরক অডিও ক্লিপিং প্রকাশ্যে আনলেন বন্ধু দেবলীনা