ইমন চক্রবর্তী
সারা বছর কাজ। শেষে স্বস্তির শ্বাস। এটাই ইমন চক্রবর্তীর জীবনের মূল মন্ত্র। সেই মন্ত্র জপতে জপতেই তিনি কাজ আর অবসর একসঙ্গে খুঁজে নিলেন।
কীভাবে? ভারী সহজ! এক দিকে তিনি শ্যুট করছেন নতুন বছরের হিন্দি কভার সং। আবার কাজের ফাঁকেই নৌকাবিহার সারছেন বারাণসীর গঙ্গায়। সেই ছবি শিল্পী শেয়ার করেছেন সামাজিক পাতায়। সন্ধে নেমেছে গঙ্গার বুকে। হালকা কুয়াশার চাদরে মোড়া ‘হর কি পৌড়ি’র ঘাট। চার দিক ঝলমলে আলোর রোশনাইয়ে। সেই আলো ছুঁয়ে গিয়েছে গঙ্গার বুকও। একটু পরেই গঙ্গারতি হবে। প্রদীপ ভাসবে জলে। জবুথবু শীতে যদিও দর্শনার্থীর সংখ্যা নিতান্তই নগণ্য। প্রদীপ জলে ভাসুক না ভাসুক, সুরের সাগর থেকে উঠেই ইমন আবার ভেসেছেন। মাঝ গঙ্গা তখন স্রোতহীন। ইমনের নৌকাও স্থির। পুলওভার নয়, নিজেকে চাদরে ঢেকে শিল্পী খোলা আকাশের নীচে। চোখের দৃষ্টিতে বিহ্বলতা।
কাজ আর অবসরের ফাঁকে ইমন দর্শক-শ্রোতাদের কথা দিয়েছেন, নতুন বছরে সবার সামনে নতুন রূপে আসার। যাঁর গান, যাঁর সুর শুনে তিনি বড় হয়েছেন সেই এ আর রহমানের সুর করা গান কণ্ঠে তুলে নিয়ে। আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন, রহমানের কম্পোজিশনে তৈরি ‘তাল’ ছবির ‘নেহি সামনে’ গান এ বার তিনি গাইবেন।
সঙ্গীতায়োজনে নীলাঞ্জন ঘোষ। শিল্পীর দাবি, হবু স্বামীর অনুপ্রেরণাতেই তিনি সাহস পেয়েছেন নতুন কিছু করার। ভিডিয়োগ্রাফিতে শুভদীপ। ইমন চক্রবর্তী প্রোডাকশন থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাবে গানটি।
গানের পাশাপাশি মিউজিক ভিডিয়োতে অভিনয়ও করেছেন ইমন।
আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর তদন্ত এখনও শেষ হয়নি, তাগাদা দেওয়ায় জানাল সিবিআই
আরও পড়ুন: সৃষ্টির প্রাকমুহূর্ত ক্যামেরাবন্দি হল, অনুষ্কা শর্মার প্রেগন্যান্সি ফটোশ্যুট করল ‘ভোগ’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy