Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

‘একাই ১০০!’ চাপে থাকা বাবাকে প্রশংসায় ভরালেন আলিয়া 

আলিয়া ভট্টের ওই পোস্ট ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বচ্চন কন্যা শ্বেতা, ডিজাইনার মনীশ মলহোত্র সহ বলিউডের একাধিক সেলেব।

বাবার সঙ্গে আলিয়া।

বাবার সঙ্গে আলিয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২০ ১৭:৩৯
Share: Save:

‘শুধু বাবাই নয়, একইসঙ্গে বন্ধুও, কখনও পাহাড়ের মতো কঠিন, আবার কখনও বা জলের মতো স্বচ্ছ’— ফাদারস ডে-তে বাবা মহেশ ভট্টকে প্রশংসায় ভরিয়ে দিলেন আলিয়া ভট্ট। সোশ্যাল মিডিয়ায় যদিও সুশান্তের মৃত্যুর পর থেকেই রিয়া চক্রবর্তীর সঙ্গে বিশেষ হৃদ্যতা নিয়ে ট্রোলড হতে হচ্ছে মহেশকে, তবে আজ বাবার পাশে দাঁড়িয়ে আলিয়া যেন পরোক্ষে বার্তা দিলেন যাই হয়ে যাক না কেন, তিনি পাশে আছেন বাবার।

আলিয়া লেখেন, “যখন আমার সাহায্যের প্রয়োজন হয়েছে,পাহাড়ের মতো তুমি আমায় আগলিয়েছ। যখন বয়ে যেতে চেয়েছি তুমিই জলের মতো আমায় এগিয়ে দিয়েছ। তুমি একাই একশো। একটা কথা আমি বুঝে গিয়েছি, তোমার মতো কেউ নেই। আমার স্পেশাল বিউটিফুল ড্যাডি। তুমি যা, সেইভাবেই ধরা দেওয়ার জন্য ধন্যবাদ বাবা। আই লাভ ইউ।”

আলিয়া ভট্টের ওই পোস্ট ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বচ্চন কন্যা শ্বেতা, ডিজাইনার মনীশ মলহোত্র সহ বলিউডের একাধিক সেলেব। সাধারণের জন্য যদিও কমেন্ট বক্সের দ্বার বন্ধ করেছেন আলিয়া। অবশ্য তার কারণও রয়েছে। গত ১৪ জুন সুশান্তের আত্মহত্যার পর থেকেই বলিউডে স্টারকিডদের প্রাধান্য দেওয়ার রীতিতে সরব হন সাধারণ থেকে তারকাদের একাংশ। স্টারকিডের তালিকায় প্রথম সারিতেই আসে আলিয়া ভট্টের নামও। সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলিংয়ের মুখে পড়েন তিনি। স্বজনপোষণের কান্ডারি হিসেবে কর্ণ জোহর, একতা কপূরের পাশাপাশি উঠে আসে মহেশ ভট্টেরও নাম। মহেশ-ঘনিষ্ঠ লেখক সুহৃতা সেনগুপ্ত বলেন, সুশান্তের আচরণগত পরিবর্তনের জন্য মহেশই নাকি রিয়াকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেন। রেগে যান নেটাগরিকরা। কিন্তু আলিয়া বার্তা দিলেন-- যাই হয়ে যাক না কেন, বাবার পাশেই রয়েছেন তিনি।

আলিয়ার পোস্ট

my father, my friend.. my rock when I need to be held.. my water when I need to flow.. my air when I want to fly.. how one person can be soo many people I’ve never understood.. but what I have understood is there’s no one like you! my special special beautiful daddy.. I feel so grateful to know you everyday! Thank you for making me and being you! I love you ❤️

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on

এ দিকে এই বিশেষ দিনে বাবাকে মনে করেছেন ঋষি কপূর-কন্যা রিদ্ধিমা কপূরও। কিছু দিন আগেই বাবাকে হারিয়েছেন তিনি। এই বিশেষ দিনে তাই বারে বারেই বাবার স্মৃতি মন ভার করছে রিদ্ধিমার। তবে রিদ্ধিমা চান না, বাবা ফিরে আসুক। ক্যানসার হয়েছিল ঋষির। যে কষ্ট তিনি পেয়েছেন, তা মেয়ে হয়ে আর দেখার ইচ্ছে নেই তাঁর। শ্রদ্ধা কপূর আবার বরাবরই বাবা-নেওটা।

My rock, my strength, my support and always by my side. So thankful to you. So blessed for you. Words can never do justice to express how much I love you.. my precious Baapu 💜💜💜 Happy Father’s Day @shaktikapoor

A post shared by Shraddha ✶ (@shraddhakapoor) on

বাবা শক্তি কপূরের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করে তিনি লেখেন, “কতটা যে তোমায় ভালবাসি তা প্রকাশ করার ভাষা আমার নেই। ” নিজের বিয়ের দিনের পুরনো এক ছবি শেয়ার করেছেন অনুষ্কা। সারাজীবন বাবা যে তাঁকে আগলে রেখেছেন, সে কথাই ভেসে এসেছে তাঁর পোস্টে।

A conversation between my papa and me when he would drive me to pre University college before he went to his office on his Army posting in Bangalore... Papa- "Always do the right thing in life no matter how hard it is . You will always come out happier and at peace with yourself " Me- "But how will I know what's the right thing to do in all situations in life " Papa-"For that, pray for wisdom. Wisdom to know the difference between right and wrong and the strength to choose the right thing always " I pray that you all find the same wisdom that I pray for daily and I pray that all girls are blessed with a father like mine 🙏❤️

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

শুধু আলিয়া বা শ্রদ্ধাই নন, করিনা কপূর, ভিকি কৌশল-- আজ সবাই আবেগঘন। নেপোটিজম, স্টারকিড, সুশান্তের আত্মহত্যা--ইত্যাদি বিতর্কের মধ্যেও সোশ্যাল মিডিয়া আজ বাবা-ময়।

माँ कहती है, पूरा carbon-copy हूँ... #HappyFathersDay 👑

A post shared by Vicky Kaushal (@vickykaushal09) on

অন্য বিষয়গুলি:

Fathers day 2020 Alia Bhatt Mahesh Bhatt Anushka Sharma Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy