Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Upcoming Bengali Movie

স্বস্তিকা, নুসরত, শ্রাবন্তী ছবি করতে গিয়ে আমাকেই সামলেছে: রাজর্ষি

ফারহান 'জি লে জরা' বানাতে পারলেন না! আমি বাংলায় করছি, প্রকাশ্যে রাজর্ষির 'ও মন ভ্রমণ'-এর লুক

Director Raajhorshi De shares first look of his upcoming film O Mon Bhromon

'ও মন ভ্রমণ'-এ অভিনয় করছেন নুসরত জাহান, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শাহিল। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৩:৫৭
Share: Save:

কথা দিয়েছিলেন, তাঁর আগামী ছবি ‘ও মন ভ্রমণ’-এর প্রথম লুক আনন্দবাজার অনলাইনকে দেবেন। কথা রেখেছেন পরিচালক রাজর্ষি দে। কলকাতায় তাঁর আগামী ছবির এক প্রস্থ শুটিং শেষ। এ বার, চার দিনের জন্য থাইল্যান্ড উড়ে যাবেন সবাইকে নিয়ে। ছবির বাকি অংশ ক্যামেরাবন্দি করতে। তার আগে আনন্দের সঙ্গে বললেন, “প্রায় একই বিষয় নিয়ে ছবি করার কথা ঘোষণা করেছিলেন পরিচালক ফারহান আখতার। অভিনয় করার কথা ক্যাটরিনা কইফ, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভট্টর। ফারহান পারলেন না। আমি কিন্তু করছি।”

Director Raajhorshi De shares first look of his upcoming film O Mon Bhromon

ছবির লুকে (বাঁ দিক থেকে) অনন্যা বন্দ্যোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা। ছবি: সংগৃহীত।

রাজর্ষির ছবির প্রতি দৃশ্যে থাকছে মানুষের ব্যস্ত জীবনের দৃশ্য, লক্ষ্যে পৌঁছনোর তাগিদ। তার মধ্যেই ‘ঘর হতে শুধু দুই পা ফেলিয়া’ বেরিয়ে পড়তে হবে। মনের আগল খুলে দেখতে হবে দুনিয়াকে। শ্বাস নিতে হবে খোলা আকাশের নীচে, সবান্ধবে। তবেই না বাঁচার মজা! আর সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের গল্প, চিত্রনাট্য, সংলাপে বোনা এই ভাবনাই পর্দায় মেলে ধরবেন নুসরত জাহান, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। থাকছেন বলিউডের শাহিল, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, প্রিয়ঙ্কা, পায়েল দেব, সায়ন্তনী গুহঠাকুরতা প্রমুখ। কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায় এই ছবিতে দাপুটে খলনায়িকা!

Director Raajhorshi De shares first look of his upcoming film O Mon Bhromon

ছবিতে দেখা যাবে (বাঁ দিক থেকে) পায়েল দেব, জুন মালিয়া, রাজর্ষি দে-কেও। অভিনয় করবেন প্রযোজক প্রিয়াঙ্কা ভট্টাচার্যও (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

পরিচালকের কথার সূত্র ধরেই, ফারহান তিন নায়িকাকে একজোট করতে পারলেন না। তিনি পারছেন। কোন মন্ত্রে? প্রশ্ন রাখতেই রাজর্ষির রসিকতা, "আমি তো নায়িকাদের সামলাই না! ওঁরাই আমায় সামলান!" দাবি, বাংলার নায়িকাদের অহং নেই। এমনকি রাজনৈতিক মত আলাদা হলেও, তাঁদের সঙ্গে সহজে কাজ করা যায়।পরিচালক উদাহরণ দিয়ে বলেছেন, “ছবির কারণে আমার তিন নায়িকা শুটের আগে এক দিন এক সঙ্গে বসেছেন বন্ধুত্ব ঝালিয়ে নেবেন বলে! ভাবা যায়?” এও জানিয়েছেন, এঁদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করছেন অনন্যা। নিজের রাজনৈতিক কাজ সামলে। এ সব বাংলাই পারে। আফসোসও আছে পরিচালকের, “বাংলা সব ভাল আগে ভাবে। কিন্তু অনেক সময় করে উঠতে পারে না ভাল প্রযোজক, ভাল পরিকাঠামোর অভাবে।”

বাঙালির পায়ে সর্ষে, বেড়াতে ভালবাসে। কবে ‘ও মন ভ্রমণ’- এর হাত ধরে মনে মনে বেরিয়ে পড়তে পারবে বাঙালি? ছবিমুক্তির কথা এখনই জানাতে রাজি নন পরিচালক। পাল্টা বক্তব্যে জানিয়েছেন, দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন। আগামী বছর পরিস্থিতি বুঝে পর্দায় উঠে আসবে তিন বন্ধুর ভ্রমণ আখ্যান।

অন্য বিষয়গুলি:

Nusrat Jahan Swastika Mukherjee Srabanti Chatterjee Kamaleshwar Mukherjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy