হলুদ ডিজ়াইনার শাড়ি পরে শুটিংয়ে যাচ্ছিলেন ভারতী সিংহ। ভ্যানিটি ভ্যান থেকে নামতেই ছবিশিকারিদের আবদার, ক্যামেরায় ধরা দিতে হবে। আর সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড। কৌতুকাভিনেত্রীর উদ্দেশে উড়ে এল মন্তব্য— “ভারতী একদম আলিয়ার মতো দেখতে লাগছে।”
মুহূর্তের মধ্যেই চোখমুখ কুঁচকে যায় কৌতুকাভিনেত্রীর। সেই অবস্থাতেই তিনি ছবিশিকারিদের উদ্দেশে প্রশ্ন ফিরিয়ে দেন, “কী বললেন?” প্রশস্তি বাক্য দ্বিতীয় বার উচ্চারিত হতেই দু’হাত বাড়িয়ে দিলেন ভারতী। জনৈক ছবিশিকারির উদ্দেশে বলে বসলেন, “আয় বাছা, মায়ের কাছে আয়।” তাঁর মন্তব্য আর তাঁর অভিব্যক্তি দেখেই হাসির রোল ওঠে ছবিশিকারিদের মধ্যে। তবু তাঁরা ভারতীকে ছাড়তে নারাজ। বার বার ছবি তোলানোর আবদার আসতে থাকে। চলে যেতে যেতে ফের ঘুরে দাঁড়িয়ে ভারতী বলেন, “আরে আমাকে দেখে এ রকম মুচকি হাসো কেন তোমরা, ওই ছেলেটি তো আবার আমাকে দেখে চুলও ঠিক করে নিল!” ভারতীর মশকরার সঙ্গে পরিচিত সকলে। তাই আরও এক বার ছোটে হাসির হররা।
আরও পড়ুন:
বছর চল্লিশের পঞ্জাবি অভিনেত্রীর হাস্যরস বলিউডে সুপরিচিত। ২০১৭ সালে তিনি বিয়ে করেন চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়াকে। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য সিংহ লিম্বাচিয়ার জন্ম হয়। তার পর থেকে ভারতীর অপত্যদৃশ্য বার বার ফুটে উঠেছে সমাজমাধ্যমের নানা ভিডিয়োয়। সম্প্রতি কুম্ভস্নানে কেন যাননি, সে প্রশ্ন করা হলেও ভারতী ছেলের কথা জানিয়েছিলেন। এ দিনও ছবিশিকারিদের প্রতি তাঁর উক্তিতেও সেই মাতৃস্নেহের মোড়কেই ফুটে উঠেছে ব্যঙ্গ।