ব্রহ্মদৈত্য যদি সায়নীর খপ্পরে পড়ে? কিংবা যদি উল্টোটা হয়? গপ্পো যে জমে যাবে, সে সম্ভাবনা একশো শতাংশ। সেই সম্ভাবনাকেই উসকে দিতে চলেছেন পরিচালক অভিরূপ ঘোষ, তাঁর আগামী ছবি ‘ব্রহ্মদৈত্য’-তে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ। এছাড়াও আছেন সৌমন আর আইটি-তে চাকরি করা ‘ব্রহ্মদৈত্য’!
ব্রহ্মদৈত্যের সঙ্গে কী ভাবে মোলাকাত? ঝটপট জবাব সায়নীর, ‘‘পরিচালক বললেন, অনলাইনে একটা ব্রহ্মদৈত্য অর্ডার দিতে। আমিও দিয়ে দিলাম। এবার আমি ভূতের খপ্পরে পড়লাম না তিনি আমার? ছবির গপ্পো এখান থেকেই।’’
অনলাইনে ব্রহ্মদৈত্য অর্ডার করে কেমন লাগল? ‘‘দুর্দান্ত!’’ মন্তব্য সায়নীর। ‘ব্রহ্মদৈত্য’-কে আনতে গিয়ে কলকাতার রাস্তায় দৌড়েছি, পড়ে গিয়েছি, কাদা মেখেছি, আরও অনেক কিছু করেছি। সবটা জানতে ১১ সেপ্টেম্বর চোখ রাখতে হবে ‘হইচই’ প্ল্যাটফর্মে।
#WorldDigitalPremiere #BrahmaDayitto #StreamingExclusivelyOnHoichoi #Hoyejaak
— saayoni ghosh (@sayani06) September 11, 2020
😈💓😈💓😈💓 pic.twitter.com/qlc9dq51Me
অভিনেত্রীর টুইট বলছে, ছোটবেলা নাকি ফিরে আসবে ছোট ছবির হাত ধরে? স্বীকার করে নিলেন, ব্রহ্মদৈত্য, পিশাচ, মামদোয় বিশ্বাসী ছেলেবেলা হারিয়ে গিয়েছে। এখন ছোটরা ভিডিয়ো গেমে বিশ্বাসী।