অধুনা পাকিস্তানের বাসিন্দা ছিলেন রাজ কপূর। ফাইল চিত্র।
বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেতা তিনি। হিন্দি ছবির ইতিহাসের অন্যতম সেরা প্রতিভাদের মধ্যে প্রথম সারিতে নাম তাঁর। তিনি রাজ কপূর। কপূর পরিবারে অবিস্মরণীয় অঙ্গ। ‘ববি’, ‘শ্রী ৪২০’, ‘আওয়ারা’র মতো ছবিতে কাজ করে দর্শক ও সমালোচকের মনে জায়গা করে নিয়েছিলেন রাজ কপূর। বিশ্বজুড়ে ভারতীয় তারকা হিসাবে পরিচিত হলেও আদপে অধুনা পাকিস্তানের বাসিন্দা ছিলেন রাজ কপূর। পেশোয়ারে বিশাল বাড়ি ছিল কপূর পরিবারের। সেই বাড়ি ভেঙেই শপিং মল তৈরি করার আর্জি জানিয়েছিলেন ওই বাড়ির বর্তমান মালিক। বুধবার সেই মামলায় রায় জানাল পাকিস্তান আদালত।
১৯৬৯ সালে নিলামে রাজ কপূরের বাড়িটি কিনে নেন ওই বাড়ির বর্তমান মালিক। আদালতে এমনটাই জানান তিনি। বাড়িটি এখন তাঁর সম্পত্তি, তাই তা ভেঙে শপিং মল বানানোর সিদ্ধান্তও তাঁর, এই মর্মে আদালতের কাছে আর্জি জানান বাড়ির বর্তমান মালিক। তবে সেই যুক্তি খারিজ করে দেয় পেশোয়ার আদালত। আদালত জানায়, ওই বাড়ি এখন হেরিটেজ। ফলে কোনও ভাবেই তা ভাঙার অনুমতি দেওয়া যাবে না। বরং বাড়ির রক্ষণাবেক্ষণের পরামর্শ দেয় আদালত। এর আগেও পেশোয়ারে দিলীপ কুমারের বাড়িও একইভাবে ভেঙে গুঁড়িয়ে ফেলার হাত থেকে বাঁচিয়েছিল আদালত। ওই বাড়ির বর্তমান মালিকও ওই বাড়িটি ভেঙে শপিং মল বানাতে চেয়েছিলেন। তবে তা করার অনুমতি মেলেনি আদালতের তরফে। ওই বাড়িটিরও রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছিল আদালত। বুধবার আদালতের রায়ের পর পেশোয়ারের প্রশাসন রাজ কপূরের বাড়িটি সংরক্ষণের দায়িত্ব নেয়।
দেশভাগের সময় পেশোয়ার ছেড়ে মুম্বইয়ে পাকাপাকি ভাবে চলে আসে কপূর পরিবার। একই সময় ভারতে চলে এসেছিলেন বলিউডের আরেক কিংবদন্তি দিলীপ কুমারও। বাকিটা ইতিহাস। পরবর্তী সময় ভারতে কাটলেও পাকিস্তানে এখনও বেশ জনপ্রিয় কপূর পরিবার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy