নব্বইয়ের দশকের সফল নায়িকা তিনি। মাঝে কিছু দিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তার পরে নির্দিষ্ট সময়ে ফিরেছেন বলিউডে। ছবি ও ওয়েব সিরিজ়ে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামতও রাখেন তিনি। এ বার রবীনা টন্ডনের একটি কাজে মুগ্ধ হয়ে গেলেন তাঁর অনুরাগীরা। নিজের অমূল্য সম্পদ এক দম্পতিকে দান করে দিলেন তিনি।
সম্প্রতি এক গণবিবাহে উপস্থিত ছিলেন রবীনা। মুম্বইয়ের এক বসতি এলাকায় এই গণবিবাহের আয়োজন করা হয়েছিল। লাল রঙের উপর সোনালি সুতোয় কাজ করা একটি চুড়িদার ও কুর্তা পরে পৌঁছে গিয়েছিলেন রবীনা। সেই বিয়েতে গিয়ে নিজের হাত থেকে একজোড়া সোনার বালা খুলে এক নবদম্পতির হাতে তুলে দেন তিনি। এই একজোড়া বালা নিজের বিয়েতে পেয়েছিলেন অভিনেত্রী। সেই সময় থেকেই হাতে এই বালাজোড়া পরে থাকেন তিনি।
আরও পড়ুন:
আবেগঘন হয়ে পড়েন রবীনা সেই মুহূর্তে। অভিনেত্রী বলেন, “পঞ্জাবি বিয়েতে কনে ৪০ দিনের জন্য হাতে চূড়া পরে থাকে। আর আমি বিয়ের দিন থেকে এই দুটো বালা হাতে পরে রয়েছি। একটি বালায় আমার নাম খোদাই করা রয়েছে। অন্য বালাটিতে আমার স্বামীর নাম খোদাই করা। এই দুটো বালাই আমি উপহার স্বরূপ দিচ্ছি।”
এই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। উপস্থিত সকলে রবীনার এই উদ্যোগ দেখে করতালিতে ভরিয়ে দেন বিয়ের আসর। দম্পতির হাতে তুলে দেওয়ার আগে বালা দু’টিকে চুম্বন করেন রবীনা। তার পরেই সেই দম্পতিকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান অভিনেত্রী। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। রবীনাকে কুর্নিশ জানাচ্ছেন তাঁর অনুরাগীরা।