(বাঁ দিকে) শিলাদিত্য মৌলিক। সুদীপ্ত সেন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
পরিচালক হিসাবে বাংলায় তাঁর যাত্রা শুরু হয়েছিল ‘সোয়েটার’ ছবির হাত ধরে। তার আগে বলিউডেও ছবি পরিচালনা করেছিলেন শিলাদিত্য মৌলিক। দীর্ঘ বিরতির পর তিনি আবার হিন্দি ছবি পরিচালনা করতে চলেছেন। এই ছবি নিয়ে তাঁর ভাবনার কথা আনন্দবাজার অনলাইনকেই প্রথম জানালেন শিলাদিত্য।
সম্প্রতি মুক্তি পেয়েছে শিলাদিত্য পরিচালিত ছবি ‘লুকোচুরি’। হিন্দি ছবি কেন? পরিচালক বললেন, ‘‘আমি তো হিন্দি ছবির (‘মিসেস স্কুটার’) মাধ্যমেই পরিচালনায় আসি। সেটা অনেকেই হয়তো জানেন না। আসলে ইচ্ছে ছিলই। মাঝে লকডাউনের জন্য পরিকল্পনা পিছিয়ে যায়।’’
উল্লেখ্য, এই ছবিটি প্রযোজনা করছেন ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির পরিচালক সুদীপ্ত সেন। গত বছর যে ছবি দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি করে। প্রচারে আলোয় চলে আসেন সুদীপ্ত। শিলাদিত্য কি সুদীপ্তের সঙ্গে যোগাযোগ করেছিলেন? পরিচালক বললেন, ‘‘সুদীপ্তদা দিল্লির বাঙালি। আমার সঙ্গে দীর্ঘ দিনের আলাপ। উনি আমার সব কাজ দেখেছেন। তার পর ওঁর সঙ্গে আবার আমার যোগাযোগ হয়।’’ পরিচালক জানালেন, এই নতুন ছবিটি সুদীপ্তের প্রযোজনা সংস্থার প্রথম ছবি হতে চলেছে।
সুদীপ্তের মতো চর্চিত ব্যক্তিত্বের সঙ্গে কাজের সুযোগকে কী ভাবে দেখছেন শিলাদিত্য? পরিচালক বললেন, ‘‘আমি ভাগ্যবান। এত মানুষের মধ্যে থেকে উনি আমাকে নির্বাচন করেছেন বলে। ওঁর ভরসার মর্যাদা দেওয়ার চেষ্টা করব।’’
নতুন এই ছবিটি নিয়ে এই মুহূর্তে খুব বেশি খোলসা করতে চাইছেন না শিলাদিত্য। জানালেন, ছবির ‘ওয়ার্কিং টাইটেল’ স্থির হয়েছে ‘চড়ক’। তাঁর দাবি, ছবির বিষয়ভাবনা তাঁকে আকর্ষণ করেছিল। তাঁর মতে, ছবিটি ‘ফোকলোর থ্রিলার’। পরিচালক বললেন, ‘‘গ্রামাঞ্চলে সন্ধ্যার পর বিভিন্ন ঘটনা শোনা যায়। বিভিন্ন কুসংস্কারও সেখানে থাকে। এই প্রেক্ষাপটেই একটি রোমহর্ষক কাহিনি।’’
শিলাদিত্যের ছবিতে টলিপাড়ার অভিনেতারা যেমন থাকছেন, তেমনই বলিউডের অভিনেতাদের সঙ্গেও নির্মাতাদের কথাবার্তা চলছে। তবে ছবির কাস্টিং নিয়ে এখনই কোনও তথ্য প্রকাশ করতে চাইলেন না পরিচালক। বললেন, ‘‘এটুকু বলতে পারি, যাঁরা ভাল অভিনয় করেন, অথচ তাঁদের নিয়ে সেই অর্থে মাতামাতি হয় না, সে রকম অভিনেতাদের কথাই ভাবছি।’’
এর নেপথ্যে অন্য কারও ভাবনা রয়েছে বলে জানালেন পরিচালক। শিলাদিত্যের কথায়, ‘‘ছবিটা আমাকে বিদেশি ছবির ধাঁচে তৈরি করতে বলা হয়েছে। আন্তর্জাতিক দর্শক এবং চলচ্চিত্র উৎসবের কথা মাথায় রেখেই তৈরি করছি।’’
ছবির কাহিনি ও চিত্রনাট্য শিলাদিত্যের নয়। তবে তিনি আপাতত চিত্রনাট্য ঘষামাজার ব্যস্ত। পুরুলিয়া ও বর্ধমান- সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রেইকি সারছেন পরিচালক। ঝাড়খণ্ডেও ছবির কিছু অংশের শুটিং হতে পারে। আগামী জুলাই মাস থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy