Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Rukmini Maitra on Ambani wedding

অম্বানীদের বিয়ের অনুষ্ঠানে রুক্মিণী, অনন্ত-রাধিকার সঙ্গে কী কথা হল অভিনেত্রীর?

রবিবার মুম্বইয়ে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অভিজ্ঞতা জানালেন আনন্দবাজার অনলাইনকে।

Image of Rukmini Maitra Radhika Marchant and Anant Ambani

(বাঁ দিক থেকে) রুক্মিণী, রাধিকা ও অনন্ত। ছবি: ফেসবুক।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৪ ১৫:১৩
Share: Save:

গত তিন-চার দিন দেশবাসীর নজর কেড়েছে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান। টলিপাড়া থেকেও একাধিক তারকা এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার মধ্যে অন্যতম রুক্মিণী মৈত্র। অনন্ত-রাধিকার সঙ্গে অভিনেত্রীর তোলা ছবিও সমাজমাধ্যমে অনুরাগীদের ভালবাসা কুড়িয়েছে।

এই মুহূর্তে মুম্বইয়ে বিজ্ঞাপনের কাজে ব্যস্ত রুক্মিণী। রবিবার শুটিং সেরে তিনি অম্বানীদের বিয়ের অনুষ্ঠানে (মঙ্গল উৎসব) উপস্থিত হয়েছিলেন। আনন্দবাজার অনলাইনের তরফে এই প্রসঙ্গে রুক্মিণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘‘শুক্রবার থেকে টানা তিন দিনই আমার নিমন্ত্রণ ছিল। কিন্তু কাজের চাপে মনে হচ্ছিল যে, যেতে পারব না। অবশেষে রবিবার সময় পেলাম। প্যাকআপের পর বেশ রাত করেই অনুষ্ঠানে পৌঁছেছিলাম।’’

গত মাসে জন্মদিনের আগেই রুক্মিণীর কাছে অম্বানী পরিবারের তরফে নিমন্ত্রণপত্র পৌঁছয়। বিশেষ দিনে অভিনেত্রীর লুক সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিশেষ দিনের জন্য রুক্মিণীর ড্রেস তৈরি করেছেন দিল্লির পোশাকশিল্পী রিমঝিম দাদু। রুক্মিণীর কথায়, ‘‘দেখলাম, সমাজমাধ্যমে অনেকেই আমার পোশাকের প্রশংসা করেছেন। মুম্বইয়ের বন্ধুরাও সে দিন আমার পোশাক পরিকল্পনার বিষয়ে খোঁজ নিয়েছেন।’’

অনন্ত ও রাধিকার সঙ্গে তোলা ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন অভিনেত্রী। অম্বানীদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিজ্ঞতা কেমন? রুক্মিণী বললেন, ‘‘খুবই ভাল। নীতা ম্যাম ও মুকেশ স্যরের সঙ্গে কথা হয়েছে।’’ বিয়ের অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত ধৈর্য ধরে অতিথিদের আপ্যায়ন করেছেন অনন্ত-রাধিকা। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। নবদম্পতির সঙ্গে রুক্মিণীর কী কথা হল? অভিনেত্রীর উত্তর, ‘‘অতিথিদের সম্পর্কে দেখলাম, তাঁদের সবই জানা। দু’জনেই ভাল মনের মানুষ। আমি যে শুটিং শেষ করে অনুষ্ঠানে পৌঁছেছিলাম, সেটাও তাঁরা জানতেন।’’

আগামী কয়েক দিন মুম্বইয়ে থাকবেন রুক্মিণী। শহরে ফিরে নতুন কাজের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE