Advertisement
২৬ জানুয়ারি ২০২৫
Celebrity Relationship

দীর্ঘ দাম্পত্যে ইতি টানছেন রিয়া, নেপথ্যে স্বামীর ‘নারীসঙ্গ’! অরিন্দমের বিরুদ্ধে আর কী অভিযোগ?

বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন টলিপাড়ার অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। স্বামী অরিন্দম চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন অভিনেত্রী।

Bengali actress Riya Ganguly is seeking divorce from her husband direcotr Arindam Chakraborty

(বাঁ দিকে) পরিচালক অরিন্দম চক্রবর্তী এবং অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের (ডান দিকে) এগারো বছরের দাম্পত্যে ইতি পড়তে চলেছে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৮:২৯
Share: Save:

স্বামী-স্ত্রী দু’জনেই ইন্ডাস্ট্রির অংশ। গুঞ্জন আগেই ছিল। এ বার সেই খবরেই সিলমোহর পড়ল। টলিপাড়ার অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় এবং অরিন্দম চক্রবর্তীর বৈবাহিক জীবনে ঝড়। অভিনেত্রী বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

রিয়া এবং অরিন্দমের সম্পর্কের যে অবনতি ঘটেছে, ইন্ডাস্ট্রিতে সেই খবর আগেই ছড়িয়েছিল। সোমবার সমাজমাধ্যমে রিয়ার পোস্ট আগুনে যেন ঘি ছড়িয়ে দিয়েছে। ফেসবুকে রিয়া লিখেছেন, ‘‘আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। দয়া করে আমাকে ওঁর বিষয়ে কোনও কিছু জিজ্ঞাসা করবেন না। ধন্যবাদ।’’ এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানালেন, তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে স্বামীর বিরুদ্ধে তিনি একাধিক গুরুতর অভিযোগ এনেছেন।

২০১৩ সালে রিয়া ও অরিন্দম সাতপাকে বাঁধা পড়েন। দম্পতির যমজ সন্তানের বয়স এখন সাত বছর। হঠাৎ এ রকম সিদ্ধান্ত কেন? রিয়া বললেন, ‘‘ হঠাৎ নয়! দীর্ঘ দিন ধরেই আমাকে ঠকাচ্ছে। নারীসঙ্গ থেকে শুরু করে আমার সঙ্গে খারাপ ব্যবহার— সব কিছু রয়েছে। আমার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি।’’

রিয়ার অভিযোগ, ইন্ডাস্ট্রির বিভিন্ন মহল থেকে অরিন্দমকে নিয়ে নানা অভিযোগ তাঁর কানে আসে। অভিনেত্রীর কথায়, ‘‘দীর্ঘ সাত বছর ধরে এটা চলছে। একাধিক বার আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু, কোনও লাভ হয়নি। তাই নিজেই এ বার সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’’

অরিন্দম এবং রিয়া গত সাত বছর ধরে আলাদা থাকেন। অভিনেত্রী জানালেন, সন্তানের জন্য সপ্তাহে কয়েকটা দিন দম্পতি একসঙ্গে থাকার চেষ্টা করেন। রিয়ার কথায়, ‘‘তার পরেও অরিন্দমের সময় হয় না। বহু বার অনুরোধ করেছি। কোনও লাভ হয়নি।’’ সন্তান এবং নিজেকে ভাল রাখতে নিয়ম করে 'সোলো ট্যুর'ও করেন রিয়া। কিন্তু, মানসিক ভাবে তিনি ভেঙে পড়েছেন। একই সঙ্গে রিয়া জানালেন, স্বামীর পরিচালিত কাজে তাঁর সুযোগ না পাওয়ার কারণও। রিয়ার অনুমান, ‘‘আমি তো দীর্ঘ দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কিন্তু, ও আমাকে সুযোগ দেয় না। কারণ, তা হলে ফ্লোরে ওর কাণ্ডকারখানা আমার চোখে পড়ে যাবে।’’

অরিন্দম সরকারি চাকুরে। পাশাপাশি, নিয়মিত ধারাবাহিক পরিচালনা করেন। সম্প্রতি তিনি নতুন একটি ওয়েব সিরিজ়ের শুটিং শুরু করেছেন। রিয়ার অভিযোগ, ‘‘নতুন কাজ মানেই জুনিয়র শিল্পীদের সঙ্গে ও অসভ্যতা শুরু করে। ও কোথায় কী করেছে বা আমার সঙ্গে কী ব্যবহার করেছে, তার একাধিক প্রমাণ আমার কাছে রয়েছে।’’

রিয়া জানালেন, অরিন্দমকে তিনি বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন। অভিনেত্রীর দাবি, তিনি দু’পক্ষের সম্মতিতে বিবাহবিচ্ছেদ চান। সেই সঙ্গে সন্তানদের লালন-পালনের জন্য স্বামীর কাছে খোরপোশও তিনি দাবি করবেন। রিয়ার কথায়, ‘‘আমি চাকরি করি না। তাই সন্তান এবং আমার ভবিষ্যৎ আমাকেই দেখতে হবে।’’

সোমবার শুটিংয়ে ব্যস্ত অরিন্দম। তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে অরিন্দমের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি তা অস্বীকার করেছেন। অরিন্দম বলেন, ‘‘রিয়ার মানসিক সমস্যা রয়েছে। এর আগেও এ রকম অনেক কিছু সমাজমাধ্যমে লিখেছে। আবার ঠিক হয়ে যাবে।’’ স্বামীর বিরুদ্ধে ভিন্ন নারীসঙ্গ এবং খারাপ ব্যবহারের অভিযোগ এনেছেন রিয়া। এই প্রসঙ্গে অরিন্দম বলেন, ‘‘সবটাই তো ওর কল্পনা। ওর মাল্টিপল পার্সোনালিটি ডিজ়অর্ডার আছে। এর আগেও ছোটবেলায় ওকে একটা দীর্ঘ সময় ওষুধ খেতে হয়েছে।’’ স্ত্রী বিবাহবিচ্ছেদ চাইছেন, তা নিয়ে অরিন্দমের কী মত? বললেন, ‘‘চাইছে তো আর কী করা যাবে! শুটিংয়ে রয়েছি। আমি এখন এগুলো নিয়ে মাথা ঘামাতে চাই না।’’

অন্য বিষয়গুলি:

Tollywood Riya Ganguly Chakraborty Celebrity Divorce
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy