দুই মেয়ের সঙ্গে জন্মদিন উদ্যাপনের ঝলক ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী-প্রযোজক নীলাঞ্জনা শর্মা। শুক্রবার তাঁর জন্মদিন। বিশেষ দিনেই মহাকুম্ভের উদ্দেশে পা বাড়ালেন অভিনেত্রী।
আরও পড়ুন:
বৃহস্পতিবার রাতে দুই কন্যা সারা এবং জ়ারা নীলাঞ্জনার জন্য জন্মদিনের বিশেষ পার্টির আয়োজন করে। শুক্রবার সকালে কুম্ভে যোগ দেওয়ার জন্য যাত্রা শুরু করেন নীলাঞ্জনা। তবে দুই মেয়ে সঙ্গে নেই, নীলাঞ্জনা একাই মহাকুম্ভে পবিত্র ডুব দেবেন। আনন্দবাজার অনলাইনের তরফে অভিনেত্রীর সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তখন তিনি গাড়িতে বারাণসী থেকে প্রয়াগরাজের উদ্দেশে রওনা হয়েছেন। বললেন, ‘‘নিউ ইয়র্ক থেকে আমার জেঠু এবং দাদা এসেছেন। তাঁরাই সব পরিকল্পনা করেছেন। ইচ্ছে ছিলই। কিন্তু জন্মদিনেই যে কুম্ভে যাব, এই পরিকল্পনা ছিল না। এটা সম্পূর্ণ কাকতালীয়।’’

কুম্ভমেলার পথে নীলাঞ্জনা। ছবি: ইনস্টাগ্রাম।
জন্মদিনে আধ্যাত্মিক সফরে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত নীলাঞ্জনা। তিনি মনে করেন, ব্যস্ত জীবনে আধ্যাত্মিকতা মানুষকে শান্তি দিতে পারে। উল্লেখ্য, পরিবারের মধ্যে এই প্রথম কুম্ভমেলায় উপস্থিত হবেন নীলাঞ্জনা। তবে এই সফরে সঙ্গে মেয়েরা নেই কেন? নীলাঞ্জনা বললেন, ‘‘ছোট মেয়ের এখন স্কুলে পরীক্ষা চলছে। জ়ারার মুম্বই যাওয়ার কথা ছিল। কিন্তু ও বোনের সঙ্গে রয়ে গিয়েছে।’’ শুক্রবার সন্ধ্যায় প্রয়াগরাজে পৌঁছবেন নীলাঞ্জনা। সেখানে থাকবেন দু’দিন। তবে অভিনেত্রীর এই সফরের পরিকল্পনা এখানেই শেষ হচ্ছে না।
নীলাঞ্জনা জানালেন, কুম্ভ থেকে তিনি ফিরবেন বারাণসীতে। আগামী ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি। বিশেষ দিনটি বারাণসীতেই কাটাবেন নীলাঞ্জনা। বললেন, ‘‘বারাণসীতেও আমার প্রথম আসা। আর এসেছি যখন, আমি এই সুযোগ হারাতে চাই না। শিবরাত্রির দিনটা কাটিয়ে তার পর কলকাতায় ফিরব।’’